সিলেট: জালালাবাদ থানার অভিযানে অবৈধ ভারতীয় পণ্যসহ দু’জন গ্রেফতার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৫, ১২:২৩:০৪ অপরাহ্ন
সিলেট অফিস: সিলেটের জালালাবাদ থানার পুলিশ ২৭ নভেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে শিবের বাজার গরুর হাটসংলগ্ন পিটারগঞ্জ–বাদাঘাট সড়কে অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় পণ্যসহ দুইজনকে গ্রেফতার করেছে।
এসআই (নিঃ) জয়ন্ত কুমার দে এই অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃতরা হলেন—মোঃ জুয়েল আহমদ (৩৩), সাং সাহেবেরগাঁও এবং ইব্রাহীম আহমদ শিমুল ওরফে সিনহা (২১), সাং শেখপাড়া, দু’জনই সিলেটের জালালাবাদের বাসিন্দা।
পুলিশ তাদের কাছ থেকে ১০২০ পিস কাবেরী মেহেদী ও ৭৪ বোতল ভারতীয় অলিভ অয়েল জব্দ করেছে, যার আনুমানিক মূল্য ২৭,৭০০ টাকা। এছাড়া ইঞ্জিন ও চেসিস নম্বর অস্পষ্ট একটি নাম্বারপ্লেটবিহীন সিএনজিও জব্দ করা হয়েছে।
ঘটনার পর জালালাবাদ থানায় মামলা নং-১৬ (তারিখ: ২৮/১১/২০২৫) বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা রুজু করা হয়েছে।



