প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ সমিতির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত (ভিডিও)
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৫, ৫:৪৪:১৮ অপরাহ্ন
ফজলুল হক, লন্ডন: প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ সমিতির দ্বিবার্ষিক সম্মেলন ২৫ নভেম্বর মঙ্গলবার লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে সুষ্ঠু ও সফলভাবে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি রশিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলন পরিচালনা করেন সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের প্রেস ও পাবলিসিটি সেক্রেটারি নোমান আহমেদ।
স্বাগত বক্তব্যে সভাপতি রশিদ আহমদ সকল সদস্যকে উপস্থিতির জন্য ধন্যবাদ জানান এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে গঠনমূলক মতামত প্রদান করার আহ্বান জানান।
আরও পড়ুন ⤵
সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ বিগত সময়ের কার্যক্রম, অগ্রগতি এবং প্রবাসী কমিউনিটির উন্নয়নে সংগঠনের ভূমিকা তুলে ধরে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন। পরে কোষাধ্যক্ষ সাইফুর রহমান সমিতির বার্ষিক আর্থিক প্রতিবেদন পেশ করেন।
সভায় উপস্থিত সদস্যরা বিভিন্ন বিষয়ে মতামত দেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে শক্তিশালী করতে মূল্যবান পরামর্শ প্রদান করেন।
সমিতির কার্যকরী কমিটির সদস্যসহ উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী এই সম্মেলনে অংশ নেন। সবার আন্তরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ অংশগ্রহণে সম্মেলন সফলভাবে সমাপ্ত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—কবির উদ্দিন, এম এ গফুর, প্রফেসর মাসুদ আহমদ, আনহার মিয়া, গোলাম কিবরিয়া, রবিন পাল, শফিকুল্লাহ মিসলু, নেছার আলী সমছু, মসিউর রহমান মসনু, তাজির উদ্দিন মন্নান, সাদ মিয়া, এম এ কুদ্দুস, মিজানুর রহমান মীরু প্রমুখ।



