দোয়ারাবাজার উপজেলা সমিতি ইউকের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৫, ৫:১৩:২৩ অপরাহ্ন
ফজলুল হক, লন্ডন: মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে দোয়ারাবাজার উপজেলা সমিতি ইউকের উদ্যোগে নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মইনুল ইসলাম মুনিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ফজলুল কাদির তালুকদার ও সহ–সাধারণ সম্পাদক মিনহাজ খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
মাওলানা আব্দুস শুকুরের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অ্যাডভোকেট মইনুল ইসলাম মুনিমকে সভাপতি, মো. ফজলুল কাদির তালুকদারকে সাধারণ সম্পাদক এবং কামরুল ইসলাম বকুলকে অর্থ সম্পাদক করে দ্বিতীয় মেয়াদের জন্য পুনরায় নির্বাচিত করে ৪৬ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান বিশেষ অতিথি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার সোলাক মিয়া।
আরো পড়ুন ➡️ বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের তহবিল সংগ্রহ কমিটির সভা অনুষ্ঠিত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র মায়ুম মিয়া তালুকদার। অভিষেক অনুষ্ঠানে বিগত কমিটির কার্যক্রম, নতুন কমিটির ভবিষ্যৎ পরিকল্পনা এবং দোয়ারাবাজার উপজেলার অসহায় ও দুস্থ মানুষের সহায়তায় ফান্ডরেইজিং বিষয়েও আলোচনা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. জামাল আহমদ, সফিকুর রহমান, সুমু মিয়া, সফিক মিয়া, নুরুল আমিন, সহ–সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সহ–সাধারণ সম্পাদক মাহমুদ রহমান, ইউসুফ আল আজাদসহ আরও অনেকে।



