বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের তহবিল সংগ্রহ কমিটির সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৫, ১:৫৯:২৪ অপরাহ্ন
লন্ডন অফিস: বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের তহবিল সংগ্রহ কমিটির এক গুরুত্বপূর্ণ সভা বুধবার সন্ধ্যায় ইস্ট হ্যামের ক্যাফিন্ড রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে।
তহবিল সংগ্রহ কমিটির পরিচালক আব্দুল শফিকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সচিব সলিসিটর নাসির উদ্দিন ও এম. আই. রশিদ হিলারি।
সভায় আগামীর কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে দুইটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে—আগামী রমজান মাসে চ্যানেল এস টিভিতে তহবিল সংগ্রহের জন্য একটি বিশেষ ফান্ড রেইজিং অনুষ্ঠান আয়োজন এবং পরে মেরিডিয়ান গ্র্যান্ডে বৃহৎ পরিসরে তহবিল সংগ্রহ ও জীবন সদস্যদের পরিচিতিমূলক অনুষ্ঠান আয়োজন।
আরো পড়ুন ➡️ সানরাইজ স্পেকট্রাম ও পিস হোমের সভা অনুষ্ঠিত
উপস্থিত সদস্যদের সক্রিয় অংশগ্রহণে সভায় বিভিন্ন গঠনমূলক সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন ডা. আলা উদ্দিন আহমেদ, ডা. কবির মাহমুদ, মারুফ হাসান, বাজিদুর রহমান, মঞ্জুরুস সামাদ চৌধুরী মামুন, মোহাম্মদ অহিদ উদ্দিন, মোহাম্মদ আজিজুর রহমান, আবদুস সামাদ ও আব্দুল মামুন।


