সানরাইজ স্পেকট্রাম ও পিস হোমের সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৫, ৩:১২:০৮ অপরাহ্ন
লন্ডন অফিস: বাংলাদেশের শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সানরাইজ স্পেকট্রাম ও পিস হোমের উদ্যোগে গত মঙ্গলবার (২৫ নভেম্বর) এলবি২৪ স্টুডিওর মিটিং রুমে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসহায় রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান এবং কয়েকটি হুইলচেয়ার বিতরণ করা হবে। এছাড়া আসন্ন পবিত্র রমজান মাসে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মধ্যে রমজানের বিশেষ ফুড প্যাক বিতরণের আশাবাদ ব্যক্ত করা হয়।
সভায় আরও জানানো হয়, ২০২৬ সালের জুলাই মাসে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩২ বছর পূর্তি উপলক্ষে বৃটেনের বাংলা কমিউনিটিতে অগ্রজদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রয়াত বেশ কয়েকজন সম্মানিত ব্যক্তিকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হবে।
আরো পড়ুন ➡️ বার্মিংহামে প্রয়াত কমিউনিটি ব্যক্তিত্ব জি এম মাহমুদ মিয়া স্মরণে নাগরিক শোকসভা
সভায় সভাপতিত্ব করেন সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোমের চিফ প্যাট্রন সাঈদুর রহমান রেনু জেপি। অনুষ্ঠানটি পরিচালনা করেন সানরাইজ স্পেকট্রাম পিস হোমের চেয়ারপার্সন ও কানেকটিং কমিউনিটির চেয়ার মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরী। স্বাগত বক্তব্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রতিষ্ঠাতা মিছবাহ জামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিসিসিআই-এর সাবেক প্রেসিডেন্ট প্রফেসর শাহাগীর বখত ফারুক এবং বর্তমান প্রেসিডেন্ট ও বাংলা টাউন গ্রুপের চেয়ারম্যান রফিক হায়দার।
আলোচনায় অংশ নেন কুশিয়ারা গ্রুপের চেয়ারম্যান ও সানরাইজ স্পেকট্রাম পাট্রন হারুন মিয়া (সিআইপি), রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট প্রেসিডেন্ট মোহাম্মদ অহিদ উদ্দিন, পিস হোমের ম্যানেজিং ডিরেক্টর গোলাম রব্বানী রুহি আহাদ, প্রবাসী কল্যাণ পরিষদের ট্রেজারার ডা. সৈয়দ মাসুক আহমদ, কমিউনিটি নেতা মোহাম্মদ ওয়ারিছ আলী, গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্টের সভাপতি মো. দিলওয়ার হোসেন, ফাহিম মসুদ, সেলিম রাজা ও নজরুল ইসলাম।
বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত হন সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি বাংলাদেশের ব্যুরো প্রধান ও হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের প্রচার সম্পাদক আবু তালেব মুরাদ।
সভা শেষে বিশিষ্ট কমিউনিটি নেতা দবিরুল ইসলাম চৌধুরী ওবিই-এর শারীরিক সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরী।
সভায় কুশিয়ারা গ্রুপের চেয়ারম্যান হারুন মিয়া (সিআইপি) জানান, বাংলাদেশে শাহজালাল ইসলামী ব্যাংকের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণে তিনি সহায়তা করবেন। একই সঙ্গে বাংলা টাউন গ্রুপের চেয়ারম্যান রফিক হায়দার জানান, তিনি এনআরবি ব্যাংকের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণে সহায়তা প্রদান করবেন।



