বার্মিংহামে প্রয়াত কমিউনিটি ব্যক্তিত্ব জি এম মাহমুদ মিয়া স্মরণে নাগরিক শোকসভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৫, ১২:০৬:৫৩ অপরাহ্ন
বার্মিংহাম প্রতিনিধি: প্রবাসী কমিউনিটির পরিচিত মুখ, রাজনীতিবিদ, মানবিক ও শিক্ষা–অনুরাগী সমাজসেবক প্রয়াত জি এম মাহমুদ মিয়ার স্মরণে ২৫ নভেম্বর বার্মিংহামে এক নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত নানা শ্রেণি–পেশার মানুষের উপস্থিতিতে সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চলা এ আয়োজনে প্রিয় এই কমিউনিটি নেতার কর্মময় জীবনের স্মৃতিচারণে আবেগময় পরিবেশ সৃষ্টি হয়। বক্তারা তাঁদের বক্তব্যে মাহমুদ মিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।
বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশিদের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক উন্নয়ন এবং কমিউনিটির স্বার্থ রক্ষায় জি এম মাহমুদ মিয়ার ভূমিকা ছিল অনন্য। কমিউনিটির জন্য তাঁর নিরলস কাজ, নেতৃত্বের দক্ষতা, মানবিকতা ও ইতিবাচক মনোভাব প্রজন্মের পর প্রজন্ম স্মরণ করবে। প্রবাস জীবনে তিনি ছিলেন সহযোগিতার প্রতীক।
আরো পড়ুন জালালাবাদ এসোসিয়েশন ইউকের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত
আলহাজ্ব কামরুল হাসান চুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ড. এমজি মৌলা মিয়া এমবিই। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন কমরেড মসুদ আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মোহাম্মদ মারুফ এম এ মুনতাকিম ও জিয়া তালুকদার।
স্মৃতিচারণমূলক বক্তব্যে অংশ নেন আলহাজ্ব আজির উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, ড. আব্দুল খালিক, ফয়জুর রহমান চৌধুরী এমবিই, মিসবাউর রহমান, আব্দুল মালিক পারভেজ, কয়ছর আহমদ, মীর গোলাম মোস্তফা, রুহুল আমিন রুহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউসুফ মোস্তফা এবং দোয়া পরিচালনা করেন কভেন্ট্রি রোড জামে মসজিদের ইমাম মাওলানা সিদ্দিক আহমদ।
উল্লেখ্য, মৌলভীবাজার জেলা সদরের বালিকান্দি গ্রামের কৃতিমান ব্যক্তি জি এম মাহমুদ মিয়া ছিলেন কানাডার একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। তিনি দীর্ঘদিন কানাডা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। পাশাপাশি সিলেট ডিভিশন অব কুইবেকের প্রতিষ্ঠাতা সভাপতি, কানাডা বাংলা স্কুলের সাবেক সভাপতি, কানাডা মৌলভীবাজার সমিতি, মৌলভীবাজার জেলা আন্দোলন, সিলেট বিভাগ বাস্তবায়ন আন্দোলন এবং মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনেরও অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন। গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সংগঠন ‘অন্বেষা’ মৌলভীবাজারের অন্যতম দাতা হিসেবে এবং নিজ এলাকার মসজিদ–মাদ্রাসা ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে তিনি আজীবন সম্পৃক্ত ছিলেন। জনপ্রিয় কমিউনিটি নেতা, পরোপকারী ও জনহিতৈষী এই ব্যক্তিত্ব মানুষের কল্যাণে আজীবন নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে গেছেন।



