পর্যবেক্ষকদের চোখ দুষ্টু হলে নির্বাচন যা হবে জানালেন সিইসি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৫, ১২:৫০:২৩ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: আসন্ন তেরোতম জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক সংস্থাগুলোকে রাজনীতিতে জড়িয়ে না পড়ার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, পর্যবেক্ষকদের চোখ দুষ্টু হলে নির্বাচন সুষ্ঠু হবে না।
তাই পর্যবেক্ষক সংস্থাগুলোর রিপোর্ট হতে হবে স্বচ্ছ।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে তিনি এসব কথা বলেন।
আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দেশীয় পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন। এবার ৮১ টি প্রতিষ্ঠানকে নিবন্ধন দিয়েছে ইসি।
দিনব্যাপী সংলাপে সকালে ৪১টি সংস্থাকে সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছে ইসি।
এ এম এম নাসির উদ্দিন বলেন, “নির্বাচন কমিশনের (ইসি) এজেন্ডা একটাই জাতিকে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেয়া। অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করতে চাই না। সামনে এগুতে চায় ইসি। সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন।”
সিইসি বলেন, পর্যবেক্ষক সংস্থাগুলোকে সহযোগী হিসেবে পেতে চায় ইসি। নির্বাচন কর্মকর্তারা কাজ করছেন, কিনা তা নিয়ে রিপোর্ট দিতে হবে পর্যবেক্ষক সংস্থাগুলোকে। তবে রিপোর্ট হতে হবে স্বচ্ছ।
পর্যবেক্ষকদের সতর্ক করে তিনি বলেন, “পর্যবেক্ষক সংস্থার দায়িত্ব হবে ভোটের অনিয়ম তুলে ধরা, রাজনীতিতে জড়িয়ে পড়া না। পর্যবেক্ষকদের চোখ দুষ্টু হলে নির্বাচন সুষ্ঠু হবে না।”
আরও পড়ুন ⤵
ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হতে যাচ্ছে ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচন। এবারের নির্বাচনে ভোটার টার্ন আউট অনেক বেশি হবে।
পর্যবেক্ষক সংস্থার জন্য এবার কিছু কাজ চ্যালেঞ্জ বলে মনে করেন সানাউল্লাহ। তিনি বলেন, ‘অতীতকে কোনভাবে সামনে আনতে চাই না। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে চায় ইসি। কোনো অবস্থাতেই পক্ষপাতিত্বমূলক আচরণ করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে ভবিষ্যতে নির্বাচনে আসতে সমস্যা হবে।’
নতুন পর্যবেক্ষকদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আপনারা তো নিজেরা পর্যবেক্ষণ করবেন না, লোক নিয়োগ দেবেন। এবার আমরা বয়স কমিয়ে ২১ করেছি। এদের মধ্যে অনেকে কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন নয়, সুতরাং দয়া করে আপনাদের প্রাথমিক দায়িত্ব হবে এদেরকে একটা অরিয়েন্টেশন দেওয়া, ট্রেনিং দেওয়া।’
সিইসির মতে, ভোটে সিসি ক্যামেরা হল পর্যবেক্ষক এবং তার সিসি ক্যামেরা হল সাংবাদিকরা। সবার সম্মিলিত সহযোগিতায় একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে এবং পর্যবেক্ষকদের এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন তিনি।




