আনজুমানে আল ইসলাহ কার্ডিফ শাখার কাউন্সিল ও শপথ গ্রহণ সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৫, ১২:২৪:০৩ অপরাহ্ন
![]()
লন্ডন অফিস: আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের আওতাধীন ওয়েলসের রাজধানী ঐতিহ্যবাহী কার্ডিফ শাখার ২০২৫–২০২৮ সেশনের কাউন্সিল ও শপথ গ্রহণ অনুষ্ঠান গত ২৩ নভেম্বর ২০২৫, বাদ যোহর কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
কার্ডিফ শাখার প্রেসিডেন্ট ক্বারি নুরুল ইসলামের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি ক্বারি মুজাম্মিল আলীর পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ওয়েলস ডিভিশনের জেনারেল সেক্রেটারি জনাব আনসার মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েলস ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান শহীদুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট শেখ আনোয়ার, জয়েন্ট সেক্রেটারি ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, ট্রেজারার ক্বারি শাহ তসলিম এবং এক্সিকিউটিভ মেম্বার কাউন্সিলর দিলওয়ার আলী।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ক্বারি নুরুল ইসলামকে পুনরায় প্রেসিডেন্ট, ক্বারি কামরুল ইসলাম বাবুকে জেনারেল সেক্রেটারি এবং বেলাল খানকে ট্রেজারার হিসেবে নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন: ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জিলু মিয়া ও মোহাম্মদ ওজিউর রহমান মিজান, জয়েন্ট সেক্রেটারি হাফিজ মাওলানা জালাল আহমদ, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মোহাম্মদ আলমগীর আলম, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ এমদাদ আলী, এডুকেশন অ্যান্ড কালচারাল সেক্রেটারি হাফিজ এমরান আহমদ, ট্রেইনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সেক্রেটারি হাফিজ ইব্রাহিম আলী মাসুদ, ওয়েলফেয়ার সেক্রেটারি ফয়েজ মিয়া।
এক্সিকিউটিভ মেম্বার দেওয়ান শাহনেওয়াজ আহমেদ চৌধুরী, সেলিম আহমেদ, মাহমুদ হোসাইন ও মাওলানা মোহাম্মদ তাওহীদুল হক।
কাউন্সিল শেষে শপথ বাক্য পাঠ ও মোনাজাত পরিচালনা করেন ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ।



