বৈরুতের বাংলাদেশ দূতাবাসে মতবিনিময় সভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৫, ৩:৪২:১৫ অপরাহ্ন
ওয়াসীম আকরাম, বৈরুত: লেবাননে রাজধানী বৈরুতে ২৩ নভেম্বর ২০২৫ প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময়ের উদ্দেশ্যে বাংলাদেশ দূতাবাস, বৈরুত-এর নতুন ভবনে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দূতাবাসের নতুন স্থান্তরিত ভবনের শুভ উদ্বোধন শেষে এই সভা আয়োজন করা হয়।
সকালে লাল ফিতা কেটে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, বিএসপি, এসইউপি, এনডিইউ, পিএসসি।
অনুষ্ঠানটি পরিচালনা করেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন। এসময় উপস্থিত ছিলেন উপ মিশন প্রধান মোঃ আমিনুল ইসলাম খাঁন।
মতবিনিময় সভায় লেবানন প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন অভিযোগ, সমস্যা ও পরামর্শ মনোযোগসহকারে শুনেন রাষ্ট্রদূত। তিনি জানান, প্রবাসীদের সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাস সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবে এবং সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
রাষ্ট্রদূত বলেন, “প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। জাতীয় উন্নয়ন যাত্রায় আপনাদের অবদান অপরিসীম। তাই আপনাদের সেবায় দূতাবাস সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও জানান, লেবাননে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ও লেবাননের মধ্যে নতুন শ্রম চুক্তি (MoU) সম্পাদনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এর ফলে ভবিষ্যতে লেবাননে আরও বেশি সংখ্যক বাংলাদেশি কর্মীর সুযোগ সৃষ্টি হবে।
রাষ্ট্রদূত লেবাননে কর্মরত বাংলাদেশিদের সুনামের সাথে অবস্থান, শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দেশের ভাবমূর্তি রক্ষায় এবং প্রবাসীদের স্বার্থে সকলকে আইন মেনে চলতে হবে ও একে অপরের সহযোগী হতে হবে।”
আরও পড়ুন ⤵
অনুষ্ঠানে লেবানন বিএনপি নির্বাহী শাখা কমিটির পক্ষ থেকে নেতৃত্ব দেন আহবায়ক জাকির হোসেন জাকির। তার সঙ্গে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মোহাম্মদ সৈয়দ আলম, আহবায়ক সদস্য আমিনুল ইসলাম আইমান, ওয়াসীম আকরাম, আবদুল কাদের, আবদুল করিম, আলমগীর হোসেন, রফিকুল ইসলাম দেওয়ান, নুরের জামান নুর, আবদুল হান্নান, ফারুক মোল্লা, ইকবাল হোসেন, আনোয়ার হোসেন আকন, আল আমিন ইজ্জত,হামিদুর রহমান সাব্বির এবং যুবদল ও মহিলা দলের নেতৃবৃন্দ।
ঘন্টাব্যাপী এ মতবিনিময় সভায় দেশ, জাতি ও প্রবাসীদের মঙ্গল কামনা করে ফাতেহা পাঠ, বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরিশেষে আগত অতিথিদের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



