সিলেটে দুদক চেয়ারম্যান সাফ জানালেন নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও দিতে হবে কিনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৫, ৭:২২:২৪ অপরাহ্ন
সিলেট অফিস: দেশের সম্পদের পাশাপাশি বিদেশে থাকা সম্পদের বিস্তারিত হিসাবও নির্বাচনী হলফনামায় প্রকাশ করতে হবে বলে সতর্কবার্তা দিয়েছেন দুদক চেয়ারম্যান ড. আবদুল মোমেন।
রোববার (২৩ নভেম্বর) সকালে সিলেট বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
চেয়ারম্যান ড. মোমেন বলেন, “শুধু দেশি সম্পদের হিসাব দেওয়া যথেষ্ট নয়। বিদেশি সম্পদের তথ্য গোপন রাখলে তা অন্যায় হবে। এছাড়া যাদের অনুপার্জিত বা অবৈধ সম্পদ আছে, তাদের বিরুদ্ধেও দুদক ব্যবস্থা গ্রহণ করবে।”
তিনি সংস্থার সীমাবদ্ধতাগুলোর কথাও তুলে ধরেন। ড. মোমেন উদাহরণ হিসেবে বলেন, “২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামের ৫.২১ একর কৃষি সম্পত্তির তথ্য ছিল। কিন্তু অনুসন্ধানকালে দেখা যায়, তার নামে ২৯ একর সম্পত্তি রয়েছে। সে সময় দুদক তদন্ত করে এ তথ্য বের করলেও, সঠিকভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।”




