গ্রেটার সিলেট কমিউনিটি নর্থ ওয়েস্ট রিজিয়নের নতুন কমিটির অভিষেক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৫, ১:৩০:৩৩ অপরাহ্ন
প্রবাসীদের ন্যায্য দাবিতে অঙ্গীকার—ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি ফ্লাইট চালুর জোর দাবি-
শেখ নুরুল ইসলাম: ব্রিটেনের ওল্ডহামে উৎসবমুখর পরিবেশে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে নর্থ–ওয়েস্ট রিজিয়নের অভিষেক ও ডিনার পার্টি ১৯ নভেম্বর সন্ধ্যায় দি গ্র্যান্ড ভেন্যুতে অনুষ্ঠিত হয়।
রিজিওনের চেয়ারম্যান নাজমুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নবগঠিত কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় কনভেনর, কমিউনিটি লিডার ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টারস্থ বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার হিজ এক্সেলেন্সি মোহাম্মদ জুবায়েদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পেট্রন সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, সাবেক সেক্রেটারি ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল ক্বাইউম কয়ছর, কেন্দ্রীয় কো–কনভেনর মাসুদ আহমদ, ট্রেজারার কাউন্সিলর আশরাফ মিয়া, ওল্ডহাম কাউন্সিলের ডেপুটি লিডার কাউন্সিলর আব্দুল জব্বার ওবিই, ওয়রিংটন কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন, টেমস সাইড কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর শিবলী আলম, ডেপুটি লর্ড লেফটেন্যান্ট আলী আকবর ওবিই, কিথলি কাউন্সিলের সাবেক লর্ড মেয়র কাউন্সিলর ফুলজার হোসেনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বদরুল ইসলাম রফু। পরে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে হাইকমিশনার ও অতিথিরা গ্রেটার সিলেট কমিউনিটির প্রকাশিত বার্ষিক ম্যাগাজিন উদ্বোধন করেন। একই সঙ্গে অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা ও ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী, যেখানে এম এ ফাইটার রচডেল দল চ্যাম্পিয়ন হয়।
প্রবাসীদের দাবি: ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি ফ্লাইট পুনরায় চালুর দাবি-
প্রধান অতিথি সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন প্রবাসীদের দাবিকে গুরুত্ব দিয়ে শিগগিরই একটি প্রতিনিধি দলকে হাইকমিশনে আমন্ত্রণ জানানোর আশ্বাস দেন।
বিশেষ অতিথি কে এম আবু তাহের চৌধুরী বলেন, “সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে উন্নীত করা, ঢাকা–সিলেট ননস্টপ ট্রেন সার্ভিস ও ডুয়েল লাইনে রূপান্তর, ঢাকা–সিলেট মহাসড়কের কাজ দ্রুত শেষ করা—এসবই সময়ের দাবি।”
কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর বলেন, “রেমিট্যান্স পাঠিয়ে আমরা দেশের অর্থনীতিকে সচল রাখি, অথচ সিলেটবাসী অবহেলা ও বৈষম্যের শিকার—এটা আর মেনে নেওয়া হবে না।” তিনি নতুন কমিটির প্রতি আস্থা জানিয়ে বলেন, আগামী দুই বছর তারা প্রবাসীদের অধিকার আদায়ে ও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করবে।
সভাপতি নাজমুল ইসলাম তার সমাপনী বক্তব্যে বলেন, “ঐক্য ও সহযোগিতা বাড়াতেই আমাদের এই সংগঠনের যাত্রা। সিলেট অঞ্চলের অবহেলিত অবকাঠামো ও প্রবাসীদের প্রশাসনিক জটিলতা দূর করতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”
অবহেলার শেষ সতর্কবার্তা: দাবি না মানলে রেমিট্যান্স বন্ধ ও বিমান বয়কটের ঘোষণা-
সভায় কেন্দ্রীয় কনভেনর মকিস মনসুরের লিখিত প্রস্তাবে—ঢাকা–সিলেট মহাসড়কের ছয় লেন প্রকল্প দ্রুত শেষ করা, বিমানবন্দরে হয়রানি বন্ধ, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি ফ্লাইট চালু, নো–ভিসা ফি চালু রাখা এবং বিমানের ভাড়া কমানো—এগুলো দ্রত বাস্তবায়নের জোর দাবি জানানো হয়। ট্রেন লাইনের উন্নয়ন, ডিসেম্বর মাসে বিমানের অতিরিক্ত ভাড়া হ্রাস এবং সিলেট অঞ্চলের প্রতি বৈষম্য দূর করার দাবি জানানো হয়।
বক্তারা বলেন, “যোগাযোগব্যবস্থার অব্যবস্থাপনার কারণে জনদুর্ভোগ চরমে। দাবিগুলো পূরণ না হলে সিলেটবাসী রেমিট্যান্স পাঠানো বন্ধসহ বিশ্বব্যাপী কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।”
নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের এগিয়ে চলায় সবার সহযোগিতা কামনা করেন।



