লন্ডনে রয়্যাল টাইগার্স স্পোর্টস ক্লাবের অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৫, ১:৪৬:৪২ অপরাহ্ন
ফজলুল হক, লন্ডন: জাঁকজমকপূর্ণ পরিবেশে পূর্ব লন্ডনের আইভি সেন্টারে বুধবার অনুষ্ঠিত হলো রয়্যাল টাইগার্স স্পোর্টস ক্লাবের ‘অ্যাওয়ার্ড নাইট ২০২৫’। আয়োজনকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৃষ্টি হয় উৎসবমুখর আবহ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সায়েম রহমান এবং সঞ্চালনায় ছিলেন ক্লাবের সেক্রেটারি মারুফ আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার হার এক্সেলেন্সি আবিদা ইসলাম। তাঁর উপস্থিতিতে অনুষ্ঠানটি পায় ভিন্নমাত্রা। প্রধান অতিথিকে ধন্যবাদ জানিয়ে ক্লাব কর্তৃপক্ষ বলেন, প্রবাসে কমিউনিটি উন্নয়ন ও খেলাধুলার প্রসারে তাঁর অনুপ্রেরণামূলক ভূমিকা ক্লাবের জন্য বিশেষ গৌরবের।
অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট নির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। নির্বাহী কমিটিতে রয়েছেন—ক্রিকেট ম্যানেজার আজহারুল ইসলাম আদনান, ক্লাব ট্রেজারার হেলাল সিদ্দিকি, ক্লাব ডিরেক্টর মুশায়েকুর রহমান, ভাইস প্রেসিডেন্ট হাসান আব্দুল্লাহ এবং ক্লাব সেক্রেটারি মারুফ আহমেদ।
রয়্যাল টাইগার্স স্পোর্টস ক্লাব চলতি বছর পাঁচটি ভিন্ন ক্রিকেট লিগে অংশগ্রহণের পাশাপাশি ফুটবল ও ব্যাডমিন্টনেও সক্রিয় ভূমিকা রেখেছে।
রাতের প্রধান আকর্ষণ ছিল ৮০টিরও বেশি সম্মাননা প্রদান। একে একে খেলোয়াড়, স্পনসর, বিশেষ অতিথি ও ক্লাব সংশ্লিষ্টদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। ২০২৪ ও ২০২৫ মৌসুমে সেরা পারফরমাররা স্বীকৃতি পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উন্মোচন করা হয় রয়্যাল টাইগার্স স্পোর্টস ক্লাবের প্রথম প্রকাশিত ম্যাগাজিনও। এতে ক্লাবের অর্জন, মৌসুমি কার্যক্রম, খেলোয়াড়দের তথ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়েছে।



