ফেঞ্চুগঞ্জে গণপ্রকৌশল দিবস উদযাপন ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা কমিটি গঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৫, ৬:৪৭:৩৮ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ফেঞ্চুগঞ্জে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নতুন সাংগঠনিক জেলা কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়।
গতকাল ১৯ নভেম্বর শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের প্রশাসন ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো: কবীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন শাহজালাল সারকারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কাজী আশরাফুল ইসলাম এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মির্জা মিজানুর রহমান।
ফেঞ্চুগঞ্জ শাখার সভাপতি প্রকৌশলী মো: মাহমুদুল হাসান চৌধুরীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ শাখার সদস্য সচিব প্রকৌশলী নাঈম আল মামুন। ‘দক্ষ জনশক্তি–দেশ গঠনের মূল ভিত্তি’ প্রতিপাদ্যে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী মো: আল আমিন। প্রকৌশলী হুমায়ুন কবিরের সঞ্চালনায় সভায় বক্তারা প্রকৌশল পেশার মর্যাদা, জাতীয় উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা এবং দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
শুভেচ্ছা বক্তব্যে অংশগ্রহণ করেন সিলেট জেলা আইডিইবির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মাঈনুল ইসলাম, জ্যেষ্ঠ প্রকৌশলী মো: সালাহউদ্দীন, বিসিআইসি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল হান্নান, প্রকৌশলী মো: ফরিদ উদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো: শহিদুর রহমান রুমান এবং আইইবি ফেঞ্চুগঞ্জ সাব-সেন্টারের সম্পাদক প্রকৌশলী সুবোধ চন্দ্র সরকার।
সভায় ফেঞ্চুগঞ্জ সাংগঠনিক জেলা আইডিইবির নতুন কমিটি অনুমোদন করা হয়। প্রকৌশলী মাহমুদুল হাসান চৌধুরীকে আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে শহিদুর রহমান রুমান ও মো: ফরিদ উদ্দিন, এবং নাঈম আল মামুনকে সদস্য সচিব করে ১৬ সদস্য বিশিষ্ট আইডিইবির নতুন সাংগঠনিক জেলা কমিটি গঠন করা হয়।



