ক্লাউডফ্লেয়ার ডাউন হওয়ায় বিশ্বের লাখো ওয়েবসাইট অচল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৫, ১:৩৩:৪২ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: ওয়েব অবকাঠামো ও ওয়েবসাইট নিরাপত্তা সেবাদাতা মার্কিন কোম্পানি ক্লাউডফ্লেয়ারে প্রযুক্তিগত সমস্যার কারণে বড় ধরনের বিভ্রাটের শিকার হয়েছে সামাজিক মাধ্যম এক্স, স্পটিফাই, এআই চ্যাটবট চ্যাটজিপিটি, ক্যানভাসহ আরও অনেক ওয়েবসাইট।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স, চলচ্চিত্র পর্যালোচনাবিষয়ক সাইট লেটারবক্সডসহ অসংখ্য ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে ব্যবহারকারীরা একটি ত্রুটি বার্তা দেখতে পান, যেখানে বলা হয়- ‘ক্লাউডফ্লেয়ারের সমস্যার কারণে পেজটি লোড করা সম্ভব হয়নি’।
হাজার হাজার ব্যবহারকারী বিভিন্ন ওয়েবসাইটে এ সমস্যার কথা জানিয়েছেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
এই বিভ্রাটের শিকার মনিটরিং সাইট ‘ডাউনডিটেক্টর’ প্রতিবেদনে লিখেছে, মঙ্গলবার দুপুরের পর এ সমস্যায় ব্যবহারকারীদের রিপোর্ট করার সংখ্যা হঠাৎ করে অনেক বেড়ে যায়।
ক্লাউডফ্লেয়ারের এ প্রযুক্তিগত সমস্যার কথা জানিয়েছেন ১০ হাজারেরও বেশি ডাউনডিটেক্টর ব্যবহারকারী।
এক্স’সহ বিভ্রাটের শিকার কয়েকটি ওয়েবসাইট সাময়িকভাবে অনলাইনে ফিরে এলেও খানিক পরেই সেগুলোতে আবার নতুন করে সমস্যা দেখা দিয়েছে। ক্লাউডফ্লেয়ার বিভ্রাটের শিকার হয়েছে বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রের ওয়েবসাইটও।
আরও পড়ুন ⤵
ব্যবহারকারীরা বিভিন্ন ওয়েবসাইটে কেবল একটি বার্তা দেখতে পাচ্ছেন, যেখানে লেখা রয়েছে, ‘ক্লাউডফেয়ার নেটওয়ার্কের এক অভ্যন্তরীণ সার্ভার ত্রুটির’ কারণে এমন সমস্যা হচ্ছে।
অনেক অনলাইননির্ভর কোম্পানি নিজেদের ওয়েবসাইট ও বিভিন্ন অ্যাপ্লিকেশন চালাতে ক্লাউডফ্লেয়ার ব্যবহার করে, যা এসব কোম্পানিকে নেটওয়ার্ক ও সুরক্ষা পরিষেবা প্রদান করে।
ক্লাউডফ্লেয়ার তাদের সার্ভারে এক আপডেটের মাধ্যমে বলেছে, কোম্পানিটির ‘অভ্যন্তরীণ সিস্টেমে কিছু সমস্যা বা ত্রুটি দেখা দিয়েছে, যার কারণে তাদের পরিষেবার মান কমেছে’। এর ফলে, গ্রাহকরা কিছু পরিষেবা ব্যবহারের সময় সমস্যার মুখে পড়তে পারেন।
‘আমরা দেখছি, কিছু পরিষেবা আবার স্বাভাবিক হচ্ছে। তবে আমাদের এ সমস্যা সমাধানের প্রচেষ্টা চলমান থাকায় এখনও সমস্যার মুখে পড়তে পারেন গ্রাহকরা।’





