ইউকেবিসিসিআই লন্ডন রিজিয়নের নতুন কমিটি, বিজনেস নেটওয়ার্কিং ইভেন্ট—প্রাণবন্ত মিলনমেলা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৫, ১২:৩২:১১ অপরাহ্ন
প্রেসিডেন্ট কামরু আলি, সেক্রেটারি জামাল আহমেদ, ট্রেজারার আবু সুফিয়ান রনি।
লন্ডন অফিস: চিগুয়েলের অভিজাত উলস্টন ম্যানর গলফ কোর্স অ্যান্ড কান্ট্রি ক্লাবে বুধবার ১২ নভেম্বর ২০২৫ সন্ধ্যায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো ইউকেবিসিসিআই (UKBCCI) লন্ডন রিজিয়নের নতুন কমিটি ঘোষণা ও বিজনেস নেটওয়ার্কিং ইভেন্ট।
ইউকেবিসিসিআই মেম্বার আমান হায়দারের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ইউকেবিসিসিআই ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাফেয়ার্স ডাইরেক্টর রোহেমা মিয়া এবং লন্ডন রিজিয়ন সেক্রেটারি জামাল আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে ব্রিটেনের বিশিষ্ট ব্যবসায়ী, কূটনীতিক, উদ্যোক্তা, কমিউনিটি নেতা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লন্ডন রিজিয়ন কনভেনর কামরু আলী।
ইউকেবিসিসিআই (UKBCCI)-এর প্রেসিডেন্ট, প্রখ্যাত ব্যবসায়ী ও উদ্যোক্তা এম জি মওলা মিয়া MBE আনুষ্ঠানিকভাবে লন্ডন রিজিয়ন কমিটি ঘোষণা করেন। তিনি বলেন, “UKBCCI-এর আঞ্চলিক সম্প্রসারণ নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করবে, উদীয়মান উদ্যোক্তাদের বিকাশে সহায়তা করবে এবং যুক্তরাজ্য ও বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।”
তিনি আরও বলেন, লন্ডন রিজিয়ন কমিটি ব্যবসায়িক নেটওয়ার্ক, সহযোগিতা এবং বিনিয়োগের জন্য একটি গতিশীল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যা দুই দেশের মধ্যে টেকসই ও সমৃদ্ধ সম্পর্ক গড়ে তুলবে।
আরো পড়ুন ➡️ ব্রিকলেনে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ পরিকল্পনা বাতিলের আহ্বান
পরে প্রেসিডেন্ট এম জি মওলা মিয়া MBE আনুষ্ঠানিকভাবে লন্ডন রিজিয়ন কমিটি ঘোষণা করেন। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নতুন রিজিয়নাল কমিটির সদস্যদের ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
নব নির্বাচিত সদস্যরা হলেন প্রেসিডেন্ট কামরু আলি, ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান তরফদার এবং ফখরুল ইসলাম চৌধুরী, সেক্রেটারি জামাল আহমেদ, ট্রেজারার আবু সুফিয়ান রনি, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ ফরহাদ, জয়েন্ট সেক্রেটারি আব্দুল আহাদ, মেম্বারশিপ সেক্রেটারি নাজমা বিবি, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি কাজী আরিফ, জয়েন্ট ট্রেজারার আবুল কালাম, সদস্য সানাম মিয়া, রেজাউল করিম, আজাদ হোসাইন, মো: ইসলাম উদ্দিন, মোহাম্মদ ইফতেখার হোসাইন, আবু বকর খান, শামীমুর রহমান, ব্যারিস্টার সাখওয়াথ হোসাইন, মনোয়ার হোসাইন, আমান হাইদার, মাসুমা বেগম এবং ইউসুফ আলী ।
লন্ডন রিজিয়নের নবনির্বাচিত প্রেসিডেন্ট কামরু আলী বলেন, “আমাদের মূল লক্ষ্য নতুন প্রজন্মকে ব্যবসায় উৎসাহিত করা। তারা যেন নিজেদের ব্যবসা প্রতিষ্ঠা করে যুক্তরাজ্যের অর্থনীতিতে অবদান রাখতে পারে—সেটাই আমাদের প্রত্যাশা।”
সংগঠনের ফাউন্ডিং প্রেসিডেন্ট বজলুর রশীদ MBE বলেন, নতুন নেতৃত্ব সংগঠনের অতীত ধারাবাহিকতায় ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক মেলবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইউকেবিসিসিআই চেয়ারম্যান ইকবাল আহমেদ OBE বলেন—গত বারো বছরে উদ্যোক্তা তৈরি ও বাণিজ্য সম্প্রসারণে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তরুণদের ব্যবসায় উৎসাহ দেওয়ার পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগে উদ্বুদ্ধ করতে নানা কর্মসূচি গ্রহণ করেছে। তিনি সিলেটের পর্যটন খাতের উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করেন।
নারী উদ্যোক্তাদের ভূমিকা আরও শক্তিশালী করতে এবারের লন্ডন রিজিয়ন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে দুইজন নারী উদ্যোক্তাকে। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিল নতুন পুরাতন ব্যবসা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—সাবেক প্রেসিডেন্ট নজরুল ইসলাম নুরু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ কিউ খালিক (জামাল), ইস্ট ইংল্যান্ড রিজিয়নাল প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান, মিডল্যান্ড রিজিয়নাল প্রেসিডেন্ট ইমাম উদ্দিন আহম্মেদ, লন্ডন রিজিয়নের সাবেক প্রেসিডেন্ট জামাল উদ্দিন মকদ্দুস, লিগ্যাল অ্যাফেয়ার্স ডাইরেক্টর ব্যারিস্টার আনোয়ার মিয়া, ডাইরেক্টর ফারজানা হোসেন নীলা, এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হুসাইন, চ্যানেল এস-এর হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খান, আইটিভি উপস্থাপক ও সাংবাদিক গ্যারি নিউবন MBE, লন্ডন রিজিওনের ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান তরফদার, টার্কিশ অ্যাসোসিয়েশনের চেয়ারওম্যান টার্কান আকবাস, কমিউনিটি অ্যাকটিভিস্ট এ কে এম আবু তাহের চৌধুরী, সিইও অফ UK Plug ME র জাবের আহমেদ, কার্ডিওলজিস্ট ডা. মোমেন নূরসহ অনেকে।
কেন্দ্রীয় ফাইন্যান্স ডাইরেক্টর ডা. যশ, ডাইরেক্টর ও বিসিএ প্রেসিডেন্ট ওলি খান MBE অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সেলর তানভীর মোহাম্মদ আজিম।
বক্তারা বলেন—নতুন উদ্যোক্তা তৈরি, দেশি–বিদেশি বিনিয়োগ আকর্ষণ, ব্রিটেন ও বাংলাদেশের সরকার–ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইউকেবিসিসিআই যে নিরন্তর ভূমিকা রেখে চলেছে, তা উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।
অনুষ্ঠানের সমাপনীতে ধন্যবাদ জ্ঞাপন করেন লন্ডন রিজিয়ন ভাইস প্রেসিডেন্ট ফখরুল ইসলাম চৌধুরী। এরপর পরিবেশন করা হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ও ডিনার, যা অতিথিরা উপভোগ করেন।



