ব্রিকলেনে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ পরিকল্পনা বাতিলের আহ্বান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৫, ১:৫৬:৪১ অপরাহ্ন
লন্ডন অফিস: ব্রিকলেনের ট্রুম্যান এস্টেটসে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের পরিকল্পনা অবিলম্বে বাতিলের জন্য স্থানীয় সরকারবিষয়ক মন্ত্রী স্টিভ রিডের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন ‘সেভ ব্রিকলেন’ ক্যাম্পেইনের নেতৃবৃন্দ। শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫ পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডের হাসন রাজা সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
সাবেক কাউন্সিলর ও ক্যাম্পেইনার পুরু মিয়ার সঞ্চালনায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্রিকলেনের বাসিন্দা ও সাংবাদিক হাসনাত চৌধুরী। লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, ব্রিক লেনের ভবিষ্যৎ নির্ধারিত হবে এখানকার মানুষের মতামত অনুযায়ী—তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জনাথন মৌলবেরি, চার্লস গ্লেডহিল, জন ব্রেল, সায়েফ ওসমানী, আব্দুস শাকুর খালিসাদার, দেবা মালিক এবং অ্যালেক পর্শো প্রমুখ।
লিখিত বক্তব্যে জানানো হয়, ট্রুম্যান এস্টেটসে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের পক্ষে-বিপক্ষে জনগণের মতামত জানতে ১৪ অক্টোবর ১২ দিনের একটি পাবলিক ইনকোয়ারি শুরু হয়। এটি ২৫ অক্টোবর পর্যন্ত চলার কথা থাকলেও স্থানীয় সরকারমন্ত্রী স্টিভ রিড মাঝপথে হস্তক্ষেপ করে ইনকোয়ারি বন্ধ করে দেন।
ব্রাডি আর্টস সেন্টারে অনুষ্ঠিত ইনকোয়ারিতে ইন্সপেক্টর পল গ্রিফিথসের কাছে বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা তীব্র আপত্তি জানান। তাদের অভিযোগ, যেখানে শতাধিক বাড়ি নির্মাণের সুযোগ ছিল, সেখানে মাত্র ৬টি সোশ্যাল হাউজিং ইউনিট রেখে বড় ডাটা সেন্টার, অফিস ও রিটেইল ইউনিট নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।
একটি ওয়ার্কশপে শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তানজিল শফিক ও ইউসিএল গবেষক সাইফ ওসমানী জানান, ৯০ শতাংশের বেশি বাসিন্দা মনে করেন—ডেভেলপাররা তাদের মতামত গ্রহণ প্রক্রিয়া থেকে বাদ রেখেছে। বিশেষজ্ঞ সাক্ষ্যে সাইফ ওসমানী আরও অভিযোগ করেন, কনসালটেশন পেপার ভুল বাংলায় অনুবাদ করা হয়েছিল, ফলে বহু বাংলাদেশি বাসিন্দা ভুল তথ্য পেয়েছেন—যা পরোক্ষ বৈষম্যের শামিল।
তিনি স্থানীয় সরকারমন্ত্রীকে ম্যাকফারসন নীতি অনুসরণের আহ্বান জানিয়ে বলেন, কোনো কমিউনিটি কোনো ঘটনাকে বৈষম্য হিসেবে বিবেচনা করলে সেটিকেই বৈষম্য হিসেবে গণ্য করতে হয়। তাই ট্রুম্যান ব্রুয়ারি উন্নয়ন পরিকল্পনাকে বৈষম্যমূলক বিবেচনা করে বাতিল করা উচিত।
স্পিটালফিল্ডস বাংলা টাউন ফোরামের প্রতিনিধি দেবা মালিক বলেন, উন্নয়ন প্রক্রিয়ায় বাংলাদেশি ও কর্মজীবী মানুষের মতামত পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, স্থানীয় সরকারমন্ত্রী এটি পরোক্ষ বৈষম্য হিসেবে বিবেচনা করবেন।
নেতৃবৃন্দ পরিষ্কারভাবে জানান, ব্রিকলেনের ভবিষ্যৎ গড়ে উঠবে এখানকার মানুষের মতামতকে সম্মান জানিয়ে—বঞ্চিত করে নয়।



