সিলেট রেড ক্রিসেন্ট হাসপাতালের চেয়ারম্যান আরিফ, ভাইস চেয়ারম্যান ফখরুল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৫, ৮:৫১:১৪ অপরাহ্ন
সিলেট রেডক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণকেন্দ্রের নতুন কমিট গঠন করা হয়েছে। এতে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা আরিফুল হক চৌধুরীকে। আর ভাইস চেয়ারম্যান হয়েছেন সিলেট মহানগর জামায়াতের আমির, দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম এনডিসি স্বাক্ষরিত এক অফিস সার্কুলারে ৮ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠনের এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, পরিচালক স্বাস্থ্য বিভাগ জাতীয় সদর দপ্তর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, প্রিন্সিপাল রেডক্রিসেন্ট নার্সিং কলেজ, পরিচালক, সিলেট রেডক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্র, ইনচার্জ, মুজিব জাহান রেডক্রিসেন্ট ব্লাড সেন্টার ও সদস্যসচিব ইউনিট লেভেল অফিসার সিলেট ইউনিট।
স্বাস্থ্য বিভাগের আওতাভুক্ত প্রতিষ্ঠানটির কাজের সুবিধার্থে সোসাইটির উর্ধ্বতন কর্তৃপক্ষ এ কমিটি অনুমোদন করেছেন।
মাতৃমঙ্গল হাসপাতাল ও নার্সিং ইন্সটিটিউটের যেকোনো সময় এ কমিটি পুনর্বিন্যাস অথবা পুনঃগঠন ক্ষমতা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সংরক্ষণ করে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়।—বিজ্ঞপ্তি



