নির্বাচন পেছালে তার দায় বিএনপি-জামায়াতের: এনসিপি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৫, ১২:৪৬:২১ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: ফেব্রুয়ারির প্রধমার্ধ থেকে নির্বাচন পেছালে তার দায় বিএনপি-জামায়াতের। কেননা, এই দুই দলের রাজনৈতিক দাবি-দাওয়ার কারণেই জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া আটকে আছে। এমন দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আর দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, নির্বাচনী ডামাডোলে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যু উপেক্ষা করা যাবে না।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ‘জুলাই সনদে শ্রমিক শ্রেণির রাজনৈতিক অবমূল্যায়ন’ শীর্ষক আলোচনা সভায় তারা এসব মন্তব্য করেন।
আরও পড়ুন—
♦ নুর যা বললেন আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে
এনসিপি নেতা সারোয়ার তুষার বলেন, নির্বাচনী পরিবেশ নিয়ে আস্থাহীনতায় ভুগছেন তারা। উপদেষ্টা পর্ষদের সমালোচনা করে তিনি বলেন, জুলাই সনদ নিয়ে সরকার সাপলুডু খেলছে। জুলাই সনদ বাস্তবায়নের একটা রোডম্যাপ তৈরির পর, তা আবার রাজনৈতিক দলগুলোর কাছে ঠেলে দেয়ার প্রয়োজন ছিল না।
এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সমগ্র বাংলাদেশ সংস্কারকে স্বাগত জানালেও বিএনপি তার বিপরীতে অবস্থানে আছে। তিনি জানান, ‘২৪ এর অভ্যুত্থান কার্ড খেলে কেউ নব্য ফ্যাসিস্ট হতে চাইলে এনসিপি বসে থাকবে না।




