ব্লাড ব্যাংকের রক্ত নিয়ে এইচআইভি আক্রান্ত ৫ শিশু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৫, ১১:১৯:১৪ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পশ্চিম সিংভূম জেলার সরকারি সদর হাসপাতালে রক্ত নেওয়ার পর থ্যালাসেমিয়ায় আক্রান্ত পাঁচ শিশুর শরীরে এইচআইভি পজিটিভ শনাক্ত হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট চন্দন কুমার জানিয়েছেন, আট বছরের কম বয়সী এসব শিশুর সবাই ওই হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে রক্ত নিয়েছিল।
ঘটনা প্রকাশ্যে আসার পর চাইবাসার সিভিল সার্জন, এইচআইভি ইউনিটের দায়িত্বে থাকা চিকিৎসক ও সংশ্লিষ্ট টেকনিশিয়ানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আক্রান্ত শিশুদের পরিবারকে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
বিবিসির তথ্য অনুসারে, রক্ত সঞ্চালনের মাধ্যমে সংক্রমিত এই শিশুদের পরিবারগুলো সামাজিক বৈষম্য ও আর্থিক কষ্টের মুখে পড়েছে। একজন শিশুর পরিবার বাড়িওয়ালার চাপে বাসা ছাড়তে বাধ্য হয়েছে। অন্য পরিবারের সদস্যরাও সমাজে অবজ্ঞার শিকার হচ্ছেন।
জেলা প্রশাসন জানিয়েছে, আক্রান্ত পরিবারগুলোকে সরকারি প্রকল্পের আওতায় সহায়তা দেওয়া হবে।
তবে অভিভাবকদের অভিযোগ, দুই লাখ টাকার ক্ষতিপূরণে তাদের সন্তানের জীবনের ক্ষতি পূরণ হয় না। তারা সরকারের কাছে সন্তানের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নেওয়ার দাবি জানিয়েছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ২৫৯ জন রক্তদাতার মধ্যে চারজন এইচআইভি পজিটিভ ছিলেন। এই রক্ত থেকেই সংক্রমণ ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ইরফান আনসারি জানিয়েছেন, এখন থেকে রক্ত পরীক্ষায় প্রি-কিটের বদলে উন্নত এনএটি বা এলিসা টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। ঝাড়খণ্ড হাইকোর্টও ঘটনাটির তদন্তের নির্দেশ দিয়েছে।
সূত্র : বিবিসি




