লন্ডনে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৫, ৪:৪৩:৫৮ অপরাহ্ন
ফজলুল হক, লন্ডন প্রতিনিধি: জেল হত্যা দিবস উপলক্ষে যুক্তরাজ্য জাতীয় চার নেতা পরিষদের উদ্যোগে ৫ নভেম্বর লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট শাহ ফারুক আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাননীয় মন্ত্রী জনাব আব্দুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আ স ম রেজাউল করিম এবং মাননীয় মন্ত্রী আলহাজ শফিকুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি হরমুজ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, শিল্প ও বাণিজ্য সম্পাদক আ. শ. ম. মিসবাহ উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক তারিফ আহমদ এবং বিয়ানীবাজার পৌরসভার সাবেক মেয়র আব্দুস শুক্কুর প্রমুখ।
সভা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়, যা পাঠ করেন সংগঠনের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন। এরপর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
আরো পড়ুন ➡️ লন্ডনে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের বাস্তবতা নিয়ে আলোচনা
বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের নেতৃত্ব, মেধা ও দক্ষতা নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, এবং মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী আ স ম রেজাউল করিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলীমুজ্জামান, যুক্তরাজ্য জাসদের সভাপতি মুজিবুল হক মনি, আহমদ ফখর কামাল, বাবুল হোসেন, আবুল হোসেন ওয়াদুদ, রফিক উল্লাহ মুন্সী, আক্তার হোসেন আতা, শাহাদাত হোসেন তপন, জামাল খান, মাহমুদ আলী, আলীম আহমদ, আহমদ হোসেন চৌধুরী নাজিম, আলতাফ হোসেন চৌধুরী, মুজিবুর রহমান বাসেল, বাবুল আহমদ, সেতু আহমদ, রয়েল তালুকদার, জেসিকা চৌধুরী জেসি, ছমিরুন চৌধুরী, সেলিনা আক্তার জোসনা, মিজানুর রহমান, শাহজাহান বাবু, আব্দুল বাছির, আসমা আলম, আমিনুল ইসলাম, সারোয়ার কবির, আদনান মোরসালিন চৌধুরী রিফাত, দিল্লুল হক দুলাল ও মুজাহিদুল ইসলাম লিটন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে সংগীত পরিবেশন করেন লিমন জামান।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মামুন চৌধুরী।



