যুক্তরাজ্যে এডভোকেট খায়রুল আলমকে ঢাকাদক্ষিণবাসীর সংবর্ধনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৫, ৩:০৪:২৭ অপরাহ্ন
লন্ডন অফিস: বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ঢাকাদক্ষিণের কৃতিসন্তান এডভোকেট খায়রুল আলমের যুক্তরাজ্য আগমন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে যুক্তরাজ্যে বসবাসরত ঢাকাদক্ষিণবাসী।
গত ৪ নভেম্বর (মঙ্গলবার) লন্ডনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যক্তিত্ব মাহমুদুর রহমান শানুর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ও কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল বাছির। শুভেচ্ছা বক্তব্য দেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট দেওয়ান নজরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডভোকেট খায়রুল আলমের স্কুল ও কলেজ জীবনের সহপাঠীরা—আব্দুল কাদির, সাদেক আহমেদ খান, রুহুল কুদ্দুস জুনেদ, ওয়েছ আহমেদ, তাজুল ইসলাম, দেলওয়ার আহমদ শাহান, সোহেল আহমেদ কোরেশী, শাহীন আহমেদ, সাব্বির আহমেদ সেলিম, সোহেল আহমেদ, গোলাম মনোয়ার খান বাবর, আজিজুর রহমান, রসুম জসিম উদ্দিন, কাওসার আহমেদ জগলু, মারুফ আহমেদ, শামীম আহমেদ, আলী আহমদ খান বেদু, মাসুদ আহমেদ লিপু, হোসেন আহমেদ সুজা, দীপু চৌধুরী, এতোয়ার হোসেন মুজিব, মোস্তাফিজুর রহমান চৌধুরী রুহুল, সৈয়দ এনামুল হক, শাহজাহান আহমেদ, আব্দুল মুমিন প্রমুখ।
আরো পড়ুন ➡️ যুক্তরাজ্যে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক স্পিকার আহবাব হোসেন, হেলাল আহমেদ, মোহাম্মদ শামীম আহমেদ, টিপু চৌধুরী, এমদাদ হোসেন টিপু, শোয়েব আহমেদ, রায়হান উদ্দিন, আব্দুল মতিন, সোবহান উদ্দিন ও কয়েছ আহমেদসহ আরও অনেকে।
লন্ডনের বিভিন্ন শহর থেকে শুভানুধ্যায়ীরা সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। বক্তারা এডভোকেট খায়রুল আলমকে একজন মানবহিতৈষী, সৎ ও সমাজসেবী আইনজীবী হিসেবে বর্ণনা করেন।
বক্তব্যে এডভোকেট খায়রুল আলম জানান, তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে আইনি পেশা চালিয়ে যাচ্ছেন এবং জনহিতকর কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তার পরিবারের উদ্যোগে গোলাপগঞ্জে “ব্রিটিশ আউডিয়াল স্কুল” নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করছেন। তিনি আরও জানান, সমাজ ও দেশের কল্যাণে ভবিষ্যতে নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করে যেতে চান।
সভায় ঢাকাদক্ষিণ ক্রীড়াচক্রের সাফল্য ও জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে গোলাপগঞ্জ উপজেলা ফুটবল টিমের রানার্সআপ অর্জনের জন্য সবাইকে অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত সহপাঠীরা ফুল দিয়ে এডভোকেট খায়রুল আলমকে বরণ করে নেন এবং পরবর্তীতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পুরো আয়োজন জুড়ে ছিল আনন্দঘন পরিবেশ, স্মৃতিচারণ ও বন্ধুত্বের উষ্ণতা।
এডভোকেট খায়রুল আলম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। এই সম্পর্ক আমার প্রেরণার উৎস।”



