নিউইয়র্ক: যে আইডিয়ায় দুর্দান্ত বাজিমাত করলেন মামদানি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৫, ৫:৪২:৫৫ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মুসলিম রাজনীতিক জোহরান মামদানি। তার এই সাফল্য সমগ্র বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। একইসঙ্গে উন্মোচন হলো ডেমোক্র্যাটিক রাজনীতির এক নতুন অধ্যায়।
জোহরান মামদানি ৮৪ লাখেরও অধিক জনসংখ্যার শহরে নেতৃত্ব লাভ করার মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছেন। ৩৪ বছর বয়সে মেয়র নির্বাচিত হওয়ার মাধ্যমে প্রজন্মের সবচেয়ে কম বয়সী ও উদারপন্থী নেতা হলেন তিনি। তাইতো এখন সবার দৃষ্টি নিউইয়র্কের প্রথম মুসলিম, দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকার দেশ উগান্ডায় জন্ম নেয়া জোহরান মামদানির দিকে। সবারই একই প্রশ্ন―কে এই জোহরান মামদানি? স্কাই নিউজের প্রতিবেদন অনুযায়ী তার সম্পর্কে জেনে নেয়া যাক-
যে আইডিয়া দিয়ে জয়ী হলেন
জীবনযাত্রার ব্যয় এবং সেই ব্যয়ের উদ্বেগকে কেন্দ্র করে প্রাণবন্ত প্রচারণা শুরু করে অল্প সময়ের মধ্যেই শ্রমিক শ্রেণির মানুষদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেন জোহরান মামদানি। তরুণ জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগের জন্য সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় ছিলেন তিনি। অনলাইন প্ল্যাটফর্মগুলোয় সুন্দরভাবে ভিডিও তৈরি করেছেন। এভাবে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রায় ৫০ লাখ এবং টিকটকে ১৬ লাখ ফলোয়ার অর্জন করে নিয়েছেন জোহরান মামদানি।
এ রাজনীতিবিদ তার নির্বাচনী প্রচারণায় বিনামূল্যে বাস, বিনামূল্যে শিশুর যত্ন, নতুন অ্যাপার্টমেন্ট এবং উচ্চতর ন্যূনতম মজুরির ব্যাপারে দৃষ্টিভঙ্গি নির্ধারণ করেছিলেন। যা মূলত ধনীদের ওপর নতুন কর আরোপের মাধ্যমে পরিশোধ করা হবে। একইভাবে হাজার হাজার নতুন শিক্ষক নিয়োগ, শহরের চুক্তিগুলো পুনরায় বিবেচনা এবং শহরের দশ লাখ ভাড়াটে অ্যাপার্টমেন্টের ভাড়া বৃদ্ধি স্থগিত করার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন। এ ধরনের প্রচারণা বিরোধীদের মধ্যে বিতর্কের সৃষ্টি করলে তা সহায়ক হয় জোহরান মামদানির জন্য।
র্যাপার তারকা থেকে একজন মেয়র
জোহরান মামদানি ছিলেন রাজ্যের একজন আইনপ্রণেতা। গত বছরও তিনি বেশ অজ্ঞাত ছিলেন। গত বছরের অক্টোবরে নিজের প্রার্থিতা ঘোষণার সময়ও তুলনামূলকভাবে খুব একটা জানাশোনা ছিল না তার। ২০২০ সালে কুইন্সের একটি জেলার প্রতিনিধিত্ব করে রাজ্য পরিষদে নির্বাচিত হওয়ার মাধ্যমে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে দায়িত্ব পালনকারী প্রথম দক্ষিণ এশীয় ব্যক্তি হন। একইসঙ্গে প্রথম উগান্ডার এবং সংস্থার তৃতীয় মুসলিম সদস্য।
আরও পড়ুন—
♦ নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের
♦ গ্রহাণু বিপর্যয়ে ডাইনোসর নিশ্চিহ্ন, মহাবিপর্যয় থেকে জীবনের নতুন রূপ
♦ নতুন ৮ পারমাণবিক স্থাপনা নির্মাণ করতে যাচ্ছে ইরান মিত্রদের সহায়তায়
তিনি এর আগে শহরের র্যাপিং ইন্ডাস্ট্রিতে সক্রিয় ছিলেন। ইয়ং কার্ডামম এবং পরে মিস্টার কার্ডামম নামে পরিচিত ছিলেন। ২০১৬ সালের ডিজনি সিনেমা ‘ক্যুইন অব কাটওয়ে’র শিল্পী হাব’র (HAB) সঙ্গে #1 স্পাইস নামে একটি গান তৈরি করেছিলেন। যেটি পরিচালনা করেছিলেন তার মা মীরা নায়ার। এই মীরা নায়ার হচ্ছেন একজন পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা। এছাড়া নিজ দাদির প্রতি শ্রদ্ধা জানাতে প্রকাশ করেছিলেন ‘নানি’ শিরোনামে একটি গান, যা প্রকাশ হয়েছিল ২০১৯ সালে।
উগান্ডায় জন্ম, নিউইয়র্কে বেড়ে উঠা
পূর্ব আফ্রিকার একটি স্থলবেষ্টিত রাষ্ট্র উগান্ডার কাম্পালায় জন্মগ্রহণ করেন জোহরান মামদানি এবং সেখানেই বেড়ে উঠেন। অল্প কিছু সময়ের জন্য দক্ষিণ আফ্রিকায় বসবাস করেন। তবে সাত বছর বয়সে পরিবারের সঙ্গে নিউইয়র্কে চলে আসেন তিনি। মা চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের কাছেই বড় হয়েছেন। তার মা ২০০১ সালের কমেডি ধাঁচের নাটক ‘মনসুন ওয়েডিং’র জন্য সর্বাধিক পরিচিত এবং তার বাবা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের অধ্যাপক মাহমুদ মামদানি।
জোহরান মামদানি পাবলিক স্কুলে পড়ালেখা করেছেন। ব্রঙ্কস হাই স্কুল অব সায়েন্সে পড়ালেখা করেছেন তিনি। এরপর বোডোইন কলেজ থেকে আফ্রিকানা স্টাডিজে ডিগ্রি লাভ করেন, এখানে স্কুলের প্রথম স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইন অধ্যায় সহ-প্রবর্তন করেন।
আরও পড়ুন—
♦ এআইয়ের পর আসছে অমিত সম্ভাবনার এজিআই
এরপর ২০১৮ সালে একজন মার্কিন নাগরিক হিসেবে স্বীকৃতি লাভ করেন জোহরান মামদানি এবং ক্যারিয়ারে বাজেয়াপ্তি প্রতিরোধ আবাসনে একজন পরামর্শদাতা হিসেবে কাজ শুরু করেন।




