GSCUK Essex Branch-এর বাংলা ভাষা ক্লাস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৫, ৪:২০:১১ অপরাহ্ন
লন্ডন অফিস: GSCUK Essex Branch-এর উদ্যোগে গত ১ল নভেম্বর ২০২৫, শনিবার বিকেল ২টায় Dagenham-এর Fanshawe Community Centre হলরুমে “বাংলা ভাষা ক্লাস” চালু ও এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি সংগঠনের চেয়ারম্যান মোমিন আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ সাহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর ছদরুজ্জামান খান, GSCUK Essex Branch-এর সাবেক চেয়ারম্যান ফজলুল করিম চৌধুরী, বিশিষ্ট কমিউনিটি নেতা সানোয়ার আলী কয়েছ, সহসভাপতি সালেহ আহমেদ চৌধুরী আলফু, এবং অভিজ্ঞ শিক্ষক ও কমিউনিটি ব্যক্তিত্ব মুজিবুর রহমান প্রমুখ।
বক্তারা এই মহৎ উদ্যোগের প্রশংসা করে বলেন, শিশুদের বাংলা ভাষা শিক্ষার প্রসার, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং কমিউনিটির মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করা অত্যন্ত প্রয়োজনীয়।
অনুষ্ঠানে Essex Branch-এর নেতৃবৃন্দ উপস্থিত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বর্ধিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি শেখ ফারুক আহমেদ, আব্দুল রহিম বেগ, মোতাকাব্বির হারুন, ট্রেজারার আবুল হোসেন, যুগ্ম সম্পাদক সানায়ার মিয়া, শিক্ষা সম্পাদক সাব আলী, মেম্বারশিপ সেক্রেটারি আতিকুর রহমান লিটন, সহ-শিক্ষা সম্পাদক আছাদুজ্জামান শাহিন প্রমুখ।


