বার্মিংহামে ‘জাতিসংঘে বাংলা’ স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসব সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৫, ১:৫২:৪০ অপরাহ্ন
লন্ডন অফিস: ‘অর্গানাইজেশন ফর দ্য রিকগনিশন অব বাংলা অ্যাজ অ্যান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অব দ্য ইউনাইটেড নেশনস’-এর উদ্যোগে বার্মিংহামের অ্যাস্টন এলাকার ভিক্টোরিয়া রোডের মাল্টি পারপাস সেন্টারে, ৩১ অক্টোবর ২০২৫ অনুষ্ঠিত হলো বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক মুহাম্মদ ফয়জুর রহমান সম্পাদিত ‘জাতিসংঘে বাংলা’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ এমপি আইয়ুব খান। তিনি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন এবং বলেন,
“বাংলা একটি সমৃদ্ধ ভাষা। বিশ্বের প্রায় ৩৩ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন। বাংলা যেন জাতিসংঘের পূর্ণ দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি পায়, সে জন্য আমি সমর্থন জানিয়ে যাব।”
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান চৌধুরী এমবিই, এবং স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহ-সভাপতি কে. এম. আবু তাহের চৌধুরী, অর্থ সম্পাদক আবু তাহের এমবিই, প্রেস সেক্রেটারি শেখ মো. মফিজুর রহমান, কমিউনিটি লিডার ও সাংবাদিক মুহাম্মদ মকিস মনসুর, সাংবাদিক মোস্তফা যুবরাজ চৌধুরী, কমিউনিটি নেতা এম. এ. লতিফ জেপি, সাংবাদিক ফারুক যোশী, রসময় হাই স্কুলের প্রধান শিক্ষক রফিকুল আলম, কমিউনিটি নেতা মাসুদ আহমদ, আরজু মিয়া এমবিই, সাবেক কাউন্সিলর শহীদ আলী, কবি নাসির উদ্দিন হেলাল, মিসেস রাশিয়া খানম, অ্যাডভোকেট গোলাম মোস্তফা, কামরুল হাসান চুনু, ফিরোজ খান, সাংবাদিক শেবুল চৌধুরী, নাজমুল হক চৌধুরী, এবং শোয়েবুর রহমান প্রমুখ।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা ওলিউর রহমান চৌধুরী দুবাগী।
সভায় বক্তারা জাতিসংঘে বাংলা ভাষাকে পূর্ণ দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেন।
তারা ২০২২ সালে বাংলাকে জাতিসংঘের অদাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি ও চালু করার জন্য জাতিসংঘ মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তারা প্রবাসে নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের বাংলা শিক্ষা নিশ্চিত করা, বিভিন্ন শহরে বাংলা স্কুল প্রতিষ্ঠা এবং বাংলা সংস্কৃতির বিকাশে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন থেকে হাই কমিশনার, সহকারী হাই কমিশনার বা কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় গভীর ক্ষোভ প্রকাশ করেন।


