জাসদের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যুক্তরাজ্য জাসদের ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৫, ১:২৫:২৭ অপরাহ্ন
লন্ডন অফিস: জাসদের ৫৩তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষ্যে যুক্তরাজ্য জাসদের উদ্যোগে ৩১ অক্টোবর ২০২৫ শুক্রবার লন্ডন সময় বিকাল ৩টায় এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এবং সিলেট জাসদের সংগ্রামী সভাপতি জননেতা লোকমান আহমদ ।
যুক্তরাজ্য জাসদ নেতা আলাউদ্দিন আহমদ মুক্তার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলুর সঞ্চালনায় সভার শুরুতে জাসদের জন্মলগ্ন থেকে সমাজ বিপ্লবের এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বিভিন্ন সময়ে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন । জাসদের প্রতিষ্ঠাতা বার্ষিকীর সভায় বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাসদ নেতা শহীদ কর্নেল ( অবঃ) আবু তাহেরের স্মৃতির প্রতি ও গভীর শ্রদ্ধা জানানো হয়।
প্রধান বক্তা জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি লোকমান আহমদ বলেন, ১৯৭২ সালে ৩১ অক্টোবর বৈষম্য ও শোষণমুক্তি এবং নতুন রাজনৈতিক ব্যবস্থা কায়েমের লক্ষ্য নিয়ে জাসদের জন্ম হয়েছিল। মুক্তিযুদ্ধের আদর্শ, রাষ্ট্রের চার মূলনীতি এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রশ্নে জাসদ আপোষ করবে না। জাসদ সকলে অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচন করে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর চায়। তিনি বলেন, জাসদ সভাপতি জাতীয় বীর জননেতা হাসানুল হক ইনুকে বিচারিক হত্যার ষড়যন্ত্র রুখে দিতে জনগণের প্রতি আহবান জানান। জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূমের মিথ্যা রাজনৈতিক মামলা প্রত্যাহারসহ এবং নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। তিনি বলেন, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতিকদের হত্যার চক্রান্ত বন্ধ করতে হবে। বিচার বহিভূর্ত হত্যা, অপহরণ, গুম, ঢালাও মামলা—গ্রেফতার, নির্যাতন—নিপীড়নের অবসান; নারী প্রতি সহিংসতা বন্ধ, শিশু ও নারী নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহন করতে হবে।
যুক্তরাজ্য জাসদের উদ্যোগে জাসদের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা বলেন, জাসদ সদ্য স্বাধীন বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল । একশত ভাগ মুক্তিযুদ্ধাদের অংশগ্রহণে তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে একটি অসাম্প্রদায়িক সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যার যাত্রা শুরু হয়েছিল । গত ৫৩ বছরে শত বাধা বিপত্তি অতিক্রম করে জাসদ বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারন করে বাংলাদেশের রাজনীতিতে বিশেষ ভুমিকা পালন করেছে এবং এখনও তা অব্যাহত রেখেছে । বক্তারা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী জননেতা হাসানুল হক ইনুর মিথ্যা মামলা পরিহার করে তাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবী জানান । এছাড়া বক্তারা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হিল কাইয়ুমসহ যারা মিথ্যা মামলায় আটক রয়েছেন তাদের অতিসত্বর নিঃশর্ত মুক্তির জন্যও দাবী জানান ।
ভার্চুয়াল এ আলোচনা সভায় যারা অংশগ্রহণ করে বক্তব্য রাখেন তারা হলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং সিলেট জাসদের সভাপতি জননেতা লোকমান আহমদ, সাধারন সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু, যুক্তরাজ্য জাসদের কার্যকরী কমিটির সদস্য আলাউদ্দিন আহমদ মুক্তা, যুক্তরাজ্য জাসদের যুগ্ম সাধারন সম্পাদক সালেহ আহমদ, যুক্তরাজ্য জাসদের অর্থ বিষয়ক সম্পাদক রেদওয়ান খান, যুক্তরাজ্য বাসদ নেতা মুহাম্মদ শওকত, যুক্তরাজ্য জাসদের কার্যকরী কমিটির সদস্য আব্দুল হক, যুক্তরাজ্য জাসদের প্রচার যোগাযোগ সম্পাদক এমরান আহমদ, সিলেট জেলা জাসদের নেতা বিশিষ্ট ব্যংকার কামরান আহমদ, যুক্তরাজ্য জাসদের মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা বিলকিস মনসুর, যুক্তরাজ্য জাসদের নারীজোট নেত্রী রেহানা বেগম প্রমুখ ।

