বিশ্বনাথে উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৫, ১:৫৪:০৬ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: আগামী ২১ নভেম্বর সিলেটের বিশ্বনাথে অনুষ্ঠিতব্য উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিকী সম্মেলনকে সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে বিশ্বনাথ পৌর শহরের পুরাণ বাজার এলাকায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহন করা হয় সম্মেলনকে সফল করে তোলার লক্ষ্যে উপজেলার ৮টি ইউনিয়ন পৃথক পৃথক প্রস্তুতি সভা সম্পন্ন করে ১৪ নভেম্বর পৌর শহরে বের বিশেষ প্রস্তুতি সভার আয়োজন করে চ’ড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করা।
উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনিল কান্তি দে’র সভাপত্বি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুন বিভু’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেস্টা মন্ডলীর সদস্য নিশি কান্ত পাল, জ্যোতির্ময় দে মতি।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক কাজল মালাকার, কোষাধ্যক্ষ কানু রঞ্জন দে, দপ্তর বিষয়ক সম্পাদক অজয় কুমার দেব, প্রচার সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, পূজা বিষয়ক সম্পাদক বিজয় দেব, সদস্য রিপন চন্দ্র দাস, নিশি পাল, খাজাঞ্চী ইউনিয়নের সভাপতি বিদ্যাভ‚ষণ চক্রবর্তী, দেওকলস ইউনিয়নের সভাপতি শশাংক বৈদ্য, অলংকারী ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রভাত সরকার, উপজেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন দে, সংগঠক রানা সরকার, দিলীপ কুমার দাস, মিন্টু মালাকার, বাপন পাল, বিভাস চন্দ্র দে, উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক গোবিন্দ মালাকার, উপজেলা যুব ঐক্যের সহ সভাপতি বিজয় দে, প্রবীর দে প্রমুখ নেতৃবৃন্দ।




