প্রফেসর ডা.এ কে এম হাফিজের ইন্তেকাল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৫, ১০:৩৪:২৯ অপরাহ্ন
সিলেট অফিস: সিলেটের নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডা:এ কে এম হাফিজ শুক্রবার ৩১ অক্টোবর বিকাল সাড়ে পাঁচটায় ঢাকায় একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তিনি কিডনি রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
ডা. এ কে এম হাফিজ সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা ছিলেন। কর্মজীবনে দেশের একজন প্রখ্যাত চিকিৎসক হিসেবে সুখ্যাতি রয়েছে। তিনি সিলেট ওসমমানী মেডিকেল কলেজের অধ্যাপক ও নাক কান গলা (ইএনটি) বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
তিনি দেশের চিকিৎসকদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সিলেট জেলা শাখার ১৯৯৭-৯৯ ও ১৯৯৯- ২০০১ সাল পর্যন্ত দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন। এর আগে ১৯৭৭-৭৮ সালে বিএমএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। দেশের ডাক্তারদের অপর সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের উপদেষ্টা ছিলেন। এছাড়াও ডা. এ কে এম হাফিজ সিলেট তথা দেশের বিভিন্ন প্রগতিশীল সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ও সমাজহিতৈষী বিভিন্ন কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন। তিনি জাতীয় রাজস্ববোর্ড (এনবিআর) কর্তৃক সিলেট মহানগরীতে দীর্ঘ মেয়াদী করদাতা হিসেবে বিশেষ সম্মাননা পদকে ভূষিত হয়েছেন।
আরও পড়ুন—
♦ ওমরা ভিসার মেয়াদ ১ মাস করেছে সৌদি আরব
♦ নিউইয়র্ক মেয়র নির্বাচন, তিন জরিপে এগিয়ে মামদানি
প্রফেসর ডা.একেএম হাফিজের জানাজার নামাজ শনিবার ১ নভেম্বর বাদ আসর হযরত শাহজালাল(রাঃ) এর দরগাহ মসজিদে অনুষ্ঠিত হবে।
রেডিও টিভি বাক্তিত্ব মিছবাহ জামাল, আবু তালেব মুরাদ, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও ও টিভি পক্ষে ও এলবি২৪ টিভির ফাউন্ডার শাহ ইউসুফ প্রফেসর ডাঃ এ কে এম হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন।
পরিবারের পক্ষে সবার কাছে দোয়া কামনা করেছেন মরহুমের বড় ভাই, ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিস প্রেসিডেন্ট, বিশিষ্ট কমিউনিটি বাক্তিত্ব ডঃ হাসনাত এম হোসেইন এমবিই।


