বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন-এ ক্যান্সার রোগীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৫, ১০:০০:৫৪ অপরাহ্ন
বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন-এ ক্যান্সার আক্রান্ত রোগীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন, চিকিৎসায় সহযোগিতা ও সহমর্মিতা বৃদ্ধি এবং ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘টি এন্ড কফি মর্নিং ইউথ ক্যান্সার পেশেন্ট’ শীর্ষক ব্যতিক্রমী এক আয়োজন ৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
চিকিৎসক, রোগী ও চিকিৎসা এই তিনের মেলবন্ধন তৈরি, ক্যান্সার চিকিৎসার দীর্ঘ যাত্রায় সুদৃঢ় মনোবল সৃষ্টি এবং ধর্মীয় ও নৈতিক দৃষ্টিকোণ থেকে ধৈর্য, চিকিৎসার ঝুঁকি ও সাহস বৃদ্ধির উদ্দেশ্যে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি হাসপাতালের ট্রাস্টি ও ফাউন্ডরেইজিং ডাইরেক্টর যুক্তরাজ্য প্রবাসী মোয়াজ্জেম উদ্দিন-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন— ক্যান্সার বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ এস্তেফসার হোসাইন, হাসপাতালের কান্ট্রি ডাইরেক্টর তোফায়েল খান, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ফাতেমা উদ্দিন, এবং বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা মো. কামাল হোসেন আল-মাথিউরী প্রমুখ।
আলোচকগণ ক্যান্সার রোগীদের জীবনযাপন, শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়ন এবং ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধ বিষয়ে তাঁদের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা উপস্থাপন করেন। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের উদ্যোগের মাধ্যমে উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও রোগী, চিকিৎসক ও চিকিৎসার পারস্পরিক দূরত্ব হ্রাস পাবে, এবং রোগ ও চিকিৎসা বিষয়ে রোগীদের দৃষ্টিভঙ্গি আরও বিকশিত হবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী ক্যান্সার রোগীরা তাঁদের ব্যক্তিগত অভিজ্ঞতা, ধৈর্য ও মানসিক অবস্থার নানা দিক তুলে ধরেন। পাশাপাশি চিকিৎসা সেবা ও সহায়তার পাশাপাশি ক্যান্সার রোগীদের অনুভূতি ও অভিব্যক্তি প্রকাশের সুযোগ সৃষ্টির জন্য হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।—বিজ্ঞপ্তি

