বালাগঞ্জ-গহরপুরে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্বপ্নের ‘আততাকওয়া মেগা প্রকল্প’
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৫, ৬:৫৮:২৮ অপরাহ্ন
মাত্র দুই হাজার পাউন্ডে প্রতিষ্ঠাতা সদস্য ও এক হাজার পাউন্ডে আজীবন সদস্য হওয়ার সুযোগ।
লন্ডন অফিস: সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের উত্তর-পশ্চিমে, ওসমানীনগর উপজেলার সীমান্তবর্তী রুকনপুর গ্রামে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের উদ্যোগে ‘আততাকওয়া মেগা প্রকল্প’ বাস্তবায়িত হচ্ছে। আলী আহমেদ নেছাওর ও তাঁর পরিবারের সদস্যদের দানকৃত প্রায় ১৫০ শতক জমিতে আর্তমানবতার সেবায় এই বিশাল প্রকল্প গড়ে তোলা হচ্ছে।
প্রকল্পটির বিস্তারিত তুলে ধরতে গত মঙ্গলবার (২৮ অক্টোবর) পূর্ব লন্ডনের তাড়াতাড়ি রেস্টুরেন্ট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের মিডিয়া পার্টনার ‘বালাগঞ্জ প্রতিদিন’-এর প্রধান সম্পাদক ও সাপ্তাহিক সুরমা-এর কমিউনিটি নিউজ এডিটর মুহাম্মাদ শরীফুজ্জামান এবং সংগঠনের চিফ ফান্ডরেইজিং অ্যাডভাইজার ফরহাদ হোসাইন টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলী আহমেদ নেছাওর।
আরো পড়ুন ➡️ প্রথম ‘গর্ভবতী’এআই মন্ত্রী, ৮৩ ‘সন্তান’ জন্ম দিতে যাচ্ছে
তিনি জানান, অলাভজনক ও অরাজনৈতিক এই সংগঠনটি ব্রিটিশ বাংলাদেশি প্রবাসীদের মানবসেবায় নিবেদিত একটি উদ্যোগ। প্রকল্পটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন হাইকোর্ট ডিভিশনের বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। এছাড়াও স্থানীয় চিকিৎসক, আইনজীবী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার জনহিতৈষী ব্যক্তিবর্গ এতে যুক্ত রয়েছেন।
আততাকওয়া মেগা প্রকল্পে থাকবে একটি এতিমখানা, হাফিজিয়া নূরানী মাদ্রাসা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বৃদ্ধাশ্রম, স্বাস্থ্যকেন্দ্র এবং একটি আধুনিক মেটারনিটি হাসপাতাল। ইতোমধ্যে জমি পরিষ্কার, মাটি ভরাট, সড়ক নির্মাণ, বিদ্যুৎ সংযোগ, সীমানা প্রাচীর ও মূল ফটকের কাজ সম্পন্ন হয়েছে। আগামী বছরের প্রথম দিকে মূল অবকাঠামো নির্মাণকাজ শুরু হওয়ার কথা রয়েছে।
নেছাওর বলেন, “আমরা শুধু একটি স্থাপনা নয়, আর্তমানবতার সেবায় একটি আশার বাতিঘর নির্মাণ করছি। এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রান্তিক মানুষের চিকিৎসা, শিক্ষা ও পুনর্বাসনে নতুন দিগন্ত উন্মোচিত হবে।”
তিনি আরও জানান, প্রকল্পটির মেটারনিটি হাসপাতাল আধুনিক প্রযুক্তি ও সুযোগ-সুবিধাসম্পন্নভাবে নির্মাণ করা হবে, যেখানে মা ও নবজাতকের জন্য বিনামূল্যে মানসম্মত চিকিৎসা প্রদান করা হবে।
প্রবাসীদের জন্য এই প্রকল্পে যুক্ত হওয়ার সুযোগ রেখে তিনি বলেন, মাত্র দুই হাজার পাউন্ডে প্রতিষ্ঠাতা সদস্য এবং এক হাজার পাউন্ডে আজীবন সদস্য হওয়া যাবে। এছাড়া পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে প্রায় ২০০টি ফলজ গাছ রোপণের পরিকল্পনাও রয়েছে, যার ফল দরিদ্র জনগোষ্ঠী ও প্রতিষ্ঠানের সদস্যদের মধ্যে বিতরণ করা হবে।
প্রকল্পে অনুদান দিতে বা সদস্য হতে ফাউন্ডেশনের ওয়েবসাইট https://rukondf.org ভিজিট করার পাশাপাশি info@rukondf.org ইমেইলে বা 07931 632 484 নাম্বারে যোগাযোগ করা যাবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সংগঠনের চিফ অ্যাডভাইজার ও নর্দাম্পটন করবি বারা কাউন্সিলের সাবেক মেয়র মুজিবুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য সুহেল আহমেদ, ছহুল মুনিম, শহীদ আবুল কালাম সেতু, আতিকুর রহমান, বিবিসিএ লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট কদুরুল ইসলাম ও বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীরু।
এ সময় বাংলাদেশে প্রকল্পের বিশেষ পরামর্শক হাসনাত আরিয়ান খানসহ রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা ও ফাউন্ডিং মেম্বারগণ উপস্থিত ছিলেন। প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রকল্পটির সফল বাস্তবায়নে প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।


