টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকারের সাথে আর এ ফাউন্ডেশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৫, ১২:৫৩:০১ অপরাহ্ন
ফজলুল হক, লন্ডন: টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমদের আমন্ত্রণে বৃহস্পতিবার ২৩ অক্টোবর স্পিকার পার্লারে আর এ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।
সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাংবাদিক রহমত আলী, শেখ ফারুক আহমদ, মতিউর রহমান, ডা. গিয়াস উদ্দিন, ডা. মাহমুদুর রহমান, আব্দুল হান্নান, শিহাবুজ্জামান কামাল, শামসুল ইসলাম, শহীদুল হক, ফজলুল হক, মো. মুনতাসির আলী ও নাজমুল হক নাজু প্রমুখ।
সাক্ষাৎকালে আর এ ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। স্পিকার সুলুক আহমদ সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন এবং চেয়ারম্যান রহমত আলীর হাতে একটি ক্রেস্ট তুলে দেন।
এ সময় হাউজ অব কমন্সে অনুষ্ঠিত আর এ ফাউন্ডেশনের সাম্প্রতিক রিকগনিশন ও নেটওয়ার্কিং ইভেন্টের সহযোগীদের মধ্যে যাদের ক্রেস্ট প্রদান সম্ভব হয়নি, তাদেরও এ অনুষ্ঠানে ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, হাউজ অব কমন্সের উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি আপসানা বেগম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) আকবর হোসেন ও শিল্পী শুভ্র দেব।


