আল্লামা আব্দুল জলীল রচিত ‘হায়াতুন নবী সা.’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৫, ৯:১৯:১৬ অপরাহ্ন
লন্ডন অফিস: বিশিষ্ট আলেম ও গবেষক, আনজুমানে আল ইসলাহ ইউকে’র সাবেক মুহতারাম সভাপতি, শায়খুল হাদীস হযরত আল্লামা আব্দুল জলীল (দা.বা.) রচিত তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ গ্রন্থ ‘হায়াতুন নবী (সা.)’ এর প্রকাশনা উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান ও দোয়া মাহফিল গতকাল (শুক্রবার) লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বইটির বিষয়বস্তু ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন কমিউনিটির বিশিষ্ট উলামায়ে কিরাম, খতিব, সাংবাদিক ও সুধীজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল হাদীস লাতিফিয়া’র প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী এবং সঞ্চালনা করেন মাওলানা ফরিদ আহমদ চৌধুরী।
বক্তব্য প্রদান করেন গ্রন্থের লেখক আল্লামা আব্দুল জলীল, আনজুমানে আল ইসলাহ ইউকে’র সভাপতি মাওলানা নজরুল ইসলাম, লাতিফিয়া ক্বারি সোসাইটি ইউকে’র সভাপতি মুফতি ইলিয়াস হোসাইন, হেফাজতে ইসলাম ইউকে’র উপদেষ্টা মাওলানা আব্দুল কাদির সালেহ, লাতিফিয়া উলামা সোসাইটি ইউকে’র সভাপতি মুহাদ্দিস মাওলানা শেহাব উদ্দীন, টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র মাইয়ুম তালুকদার, লন্ডন সালাহ টাইমটেবল মুশাহাদা কমিটির সমন্বয়ক মাওলানা মুমিনুল ইসলাম ফারুকী, বিশিষ্ট কমিউনিটি নেতা ও সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, রাখালগঞ্জ মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান, ব্রিকলেন জামে মসজিদের সাবেক খতিব মাওলানা জিল্লুর রহমান চৌধুরী, ইউকে জমিয়তের সহ-সভাপতি মাওলানা সৈয়দ তামিম আহমদ, হেফাজতে ইসলাম ইউকের সহ-সভাপতি হাফিজ মাওলানা ইকবাল হোসাইন, লেখক ও কবি আব্দুল মুকিত মোখতার, মাওলানা নুরুল ইসলাম, হাফিজ মাওলানা কয়েছুজ্জামান এবং মাওলানা আব্দুল ওয়াছি আরিফ।
বক্তারা বলেন, শায়খুল হাদীস আল্লামা আব্দুল জলিল একজন বিশিষ্ট লেখক, গবেষক, সফল ইমাম ও খতিব, প্রজ্ঞাবান ওয়ায়েজ, সংগঠক, শিক্ষক এবং সাহিত্যিক। তাঁর অপ্রকাশিত ও প্রকাশ-প্রত্যাশী আরও ২০টি পাণ্ডুলিপি রয়েছে। বক্তারা আশা প্রকাশ করেন, লেখক ভবিষ্যতেও ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে লেখালেখি অব্যাহত রাখবেন।
বক্তারা আরও বলেন, আহলে সুন্নত ওয়াল জামায়াতের আকিদা অনুযায়ী রাসুলে পাক (সা.) এবং সকল আম্বিয়ায়ে কেরাম তাঁদের কবর মুবারকে স্বশরীরে জীবিত। তাঁদের দেহ পচে যায়নি বা মাটি বিনষ্ট করেনি। কেউ নবিজীর রাওদায় গিয়ে সালাম দিলে তিনি (সা.) সালামের জবাব দেন এবং কবরের জীবনে থেকেও বিভিন্ন দায়িত্ব পালন করেন।
লেখক এই আকিদাটিকে কুরআন, হাদিস, তাফসির ও ইতিহাসের গ্রন্থসমূহের প্রামাণ্য রেফারেন্স দ্বারা অকাট্যভাবে উপস্থাপন করেছেন। বক্তারা সমাজে এই আকিদা ব্যাপকভাবে প্রচারের আহ্বান জানান।
নিজ বক্তব্যে আল্লামা আব্দুল জলিল বই প্রকাশনা ও অনুষ্ঠান আয়োজনে সহযোগিতার জন্য মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, মাওলানা ফরিদ আহমদ চৌধুরী এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ ও দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বায়তুল আমান মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালিক, মুফতি আশরাফুর রহমান, মুফতি আব্দুর রহমান নিজামী, হাফিজ আব্দুশ শহিদ, মাওলানা আব্দুল কাহহার, দারুল হাদীস লাতিফিয়ার হেড টিচার হাফিজ মাওলানা আনহার আহমদ, মাওলানা মুজতবা হাসান চৌধুরী নোমান, কাউন্সিলর সাইদ আহমদ, মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, মাওলানা সৈয়দ মাহমুদ আলী, মাওলানা মুসলেহ উদ্দীন, আব্দুল কাইয়ূম খান, আজিজুর রহমান, নজরুল ইসলাম গজনবী, কমিউনিটি নেতা ও বায়তুল আমান মসজিদের চেয়ারম্যান শামসুল ইসলাম, মাওলানা ওলিউর রহমান চৌধুরী দুবাগী, জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি হারুন চৌধুরী, আল ইসলাহ ইয়ুথের সিইও মাওলানা ইউসুফ আহমদ, মাওলানা আব্দুল ওয়াহিদ সিরাজী, কমিউনিটি নেতা এম এ রব, ক্বারি সুফিয়ান বিল্লাহ, জিয়া গজনবী, মাওলানা সালেহ আহমদ চৌধুরী, জুবের আহমদ, মাওলানা জামাল আহমদ, এবং হাফিজ মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ক্বারি আহনাফ চৌধুরী। উপস্থিত সকলেই বইটির প্রশংসা করেন এবং এর ব্যাপক প্রচার কামনা করেন।
পরিশেষে দোয়া পরিচালনা করেন গ্রন্থের লেখক আল্লামা আব্দুল জলিল (দা.বা.)।



