জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বহু প্রশ্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৫, ১২:১৬:৫৫ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: জুলাই সনদ স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও তার বাস্তবায়ন‑পদ্ধতি নিয়ে নানা প্রশ্ন এখনো রয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, সনদ কেবল একটি রাজনৈতিক ঘোষণা; তার কার্যকর বাস্তবায়ন নির্ভর করছে প্রশাসনিক, আইনি ও রাজনৈতিক পদক্ষেপের ওপর।
সনদে উল্লেখিত বিভিন্ন অঙ্গীকার যেমন সংবিধান সংশোধন, নতুন সংসদ গঠন এবং গণভোটের আয়োজন নিয়ে এখনো স্পষ্ট রূপরেখা তৈরি হয়নি। কমিশন ও সংশ্লিষ্ট দল‑গোষ্ঠীর মধ্যে আলোচনা থাকলেও কার্যকর সময়সূচি ও দায়িত্ব বণ্টন এখনো নিশ্চিত হয়নি।
আইনবিশেষজ্ঞরা মনে করছেন, আদেশ বা আইন জারি করা মানেই বাস্তবায়ন নয়। কিছু দল এখনও সনদে স্বাক্ষর করেনি বা নিজের অবস্থান স্পষ্ট করেনি। এতে বাস্তবায়নের ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশেষ করে গণভোট ও স্থানীয় প্রশাসন নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়গুলো এখনো ঠিক হয়নি।
অন্যদিকে রাজনৈতিক অংশীদাররা ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে। জনগণের সচেতনতা বাড়ছে এবং প্রক্রিয়াগত পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, সনদ কার্যকর হবে কি না, কত দ্রুত হবে এবং কীভাবে হবে—এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন—
গাজার চার ভাগের তিন ভাগ ভবন ধ্বংস, ৬১ মিলিয়ন টন ধ্বংসাবশেষ
সুতরাং জুলাই সনদ বাস্তবায়নের পথে অনেক চ্যালেঞ্জ ও প্রশ্ন রয়ে গেছে। সরকারের, রাজনৈতিক দলগুলোর এবং সাধারণ নাগরিকদের মধ্যে এই অনিশ্চয়তা এখনো বজায় আছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, জুলাই সনদ যখন প্রণয়ন করা হচ্ছিল, তখন এর বাস্তবায়ন বিষয়টি আলোচনায় আসেনি। সনদের খসড়া প্রণয়নের বিষয়টি আলোচনায় আসে। এমনকি নানা প্রক্রিয়ায় সনদের ৮৪টি সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো গেলেও সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে জটিলতা দেখা দেয়। আইনি ভিত্তির প্রশ্নে গণভোটের সিদ্ধান্তে একমত হলেও গণভোটের সময় ও পদ্ধতি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি দলগুলো।
এ অবস্থায় সনদের সঙ্গে পৃথক সুপারিশ আকারে সনদ বাস্তবায়ন পদ্ধতি সংক্রান্ত প্রস্তাব সরকারকে দেওয়ার সিদ্ধান্ত জানায় কমিশন। কমিশনের সিদ্ধান্ত মেনে সংস্কারপ্রক্রিয়ায় অংশ নেওয়া ৩০টি রাজনৈতিক দলের মধ্যে ২৫টি দল স্বাক্ষর করলেও পাঁচটি দল এখনো স্বাক্ষর করেনি। এর মধ্যে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা ছাত্র-তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নিশ্চিত না হওয়া পর্যন্ত স্বাক্ষর করবে না বলে জানিয়েছে। গত ১৭ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর থেকে এ নিয়ে কাজ করছে কমিশন।




