লন্ডনে মুন্সিবাজার অ্যাসোসিয়েশন ইউকের সভা ও শিক্ষক রফিকুল ইসলামকে সংবর্ধনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৫, ২:৫৮:৩০ অপরাহ্ন
ফজলুল হক, লন্ডন প্রতিনিধি: “শিক্ষাই জাতির মেরুদণ্ড”— একটি জাতির অগ্রগতি ও উন্নয়নে শিক্ষার ভূমিকা অপরিহার্য। ঐক্য, শিক্ষা ও শান্তিকে মূলনীতি হিসেবে ধারণ করে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন মুন্সিবাজার অ্যাসোসিয়েশন ইউকে-এর উদ্যোগে খলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক রফিকুল ইসলাম-এর যুক্তরাজ্য আগমন উপলক্ষে এক মতবিনিময় ও কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. খায়রুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মারুফ হোসেইন।
সভা শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে, যা পাঠ করেন সহ-সাধারণ সম্পাদক মো. খয়রুজ্জামান।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা তারাউল ইসলাম, সাজ্জাদ আলী, ডা. আব্দুল আজিজ, কামাল হোসেন ও শাহ চেরাগ আলী।
এছাড়াও বক্তব্য রাখেন ফয়জুল হক, মো. ছমছু মিয়া, বদরুল ইসলাম, শাহ মহসিন আলী মিন্টু, তবজু খান, খয়রুজ্জামান, কামরুল ইসলাম কামাল, শেখ মো. ইব্রাহিম, সাহান আহমদ, রায়হান আহমদ রেহান এবং বাপ্পী আহমদ চৌধুরী প্রমুখ।
সভায় রফিকুল ইসলাম স্যারের কর্মময় জীবন এবং অত্র অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে তাঁর অবদান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় সংগঠনের কোষাধ্যক্ষ শাহ মহসিন আলী মিন্টুর পিতা, করিমপুর নিবাসী মাওলানা শাহ মাহমুদ আলী সাহেবের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। সভায় সিদ্ধান্ত হয়, প্রতি বছরের ন্যায় আগামী জানুয়ারি মাসে মুন্সিবাজার ইউনিয়নের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হবে।
বক্তারা বিলেত ও বাংলাদেশে মুন্সিবাজার অ্যাসোসিয়েশন ইউকের নানাবিধ কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে ঐক্যবদ্ধ থেকে সংগঠনের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, “আপনাদের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করেছে। প্রবাসে ও দেশে মানবকল্যাণে মুন্সিবাজার অ্যাসোসিয়েশন ইউকে সর্বদা পাশে থাকবে, ইনশা আল্লাহ।”

