ইসকন সিলেটের অন্নকূট ফেস্টিভ্যাল বুধবার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৫, ৭:০৫:০৪ অপরাহ্ন
সিলেট অফিস: কার্তিক মাসের আনন্দময় দিনে আগামীকাল বুধবার (২২ অক্টোবর) ইসকন সিলেটে উদযাপিত হবে বিশেষ ভক্তিমূলক আয়োজন। অন্নকূট ফেস্টিভ্যাল, যেখানে কয়েক হাজার পদের নিবেদন করা হবে ভগবান গিরিগোবর্ধনকে।
অন্নকূট, যার অর্থ “অন্নের পাহাড়”, ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদিত শতাধিক বা হাজারো পদে রান্না করা নৈবেদ্য নিবেদন করার মাধ্যমে পালিত হয়। এটি শুধু নৈবেদ্য নয়, বরং ভক্তদের প্রতি ভগবানের অনুগ্রহ ও কীর্তির স্মরণে এক মহিমাময় অনুষ্ঠান।
শাস্ত্রে প্রদত্ত বিধান অনুযায়ী এই উৎসবে গিরিরাজ গোবর্ধন এবং ব্রাহ্মণ পূজা পালন করা হয়।
ঐতিহাসিকভাবে, দ্বাপরযুগে এই তিথিতে ভগবান দামোদর ইন্দ্রের প্রকোপ থেকে ব্রজবাসীদের রক্ষা করার জন্য গিরিরাজ গোবর্ধনের পূজা এবং ব্রাহ্মণ পূজার প্রচলন করেছিলেন। সেই প্রচলন আজও কালের পরিক্রমায় অব্যাহত রয়েছে।
ইসকন সিলেট মন্দিরে প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে পুরোধমে। কয়েকশত আইটেম রান্নার জন্য কয়েকশ চুলায় রান্নার ব্যবস্থা করা হচ্ছে। শতশত গৃহস্থ ভক্ত সক্রিয়ভাবে রান্না, পরিবেশনা এবং অন্যান্য সেবায় নিযুক্ত থাকবেন। এই আয়োজন শুধুই রান্না নয়, বরং এটি ভক্তি, একাগ্রতা ও সেবার এক উচ্ছ্বাসপূর্ণ মিলন।
ইসকন বাংলাদেশের সহ-সভাপতি এবং ইসকন সিলেট মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ সকল ভক্তদের উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়েছেন।
উৎসব চলাকালীন গিরিগোবর্ধন পূজা, কীর্তনমেলা এবং ভক্তিমূলক আলোচনা অনুষ্ঠিত হবে। এরপর কয়েক হাজার পদ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হবে এবং মহাপ্রসাদ বিতরণ করা হবে।
ভক্তদের আগমন, রান্না ও সেবায় অংশগ্রহণের মাধ্যমে ইসকন সিলেট প্রাঙ্গণ মুখর হয়ে উঠবে এক রন্ধনমুখর, উৎসবময় ভক্তিপূর্ণ পরিবেশে, যা প্রতিটি অংশগ্রহণকারীকে অভিভূত করবে।



