গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে নর্থ রিজিওনাল কমিটির অভিষেক সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৫, ১০:৫২:৩৭ অপরাহ্ন
ল
নো-ভিসা ফি ও বিমান ভাড়া কমানোসহ সিলেট-ঢাকা ৬-লেন মহাসড়ক দ্রুত সম্পন্নের দাবি
লন্ডন অফিস: বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কের নর্থ রিজিওনাল কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান ব্রাডফোর্ডের শাপলা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা ও কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী।
অনুষ্ঠান পরিচালনা করেন নর্থ রিজিওনের সেক্রেটারি এনামুল হক এবং জয়েন্ট সেক্রেটারি রুহেল মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট ইউ’কের প্যাট্রন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম. হোসাইন এমবিই।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, কো-কনভেনর মসুদ আহমদ, মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল কাইয়ুম কায়সর, শিক্ষাবিদ ড. মনুজ জোসি এমবিই ডিএল, শওকত আহমদ এমবিই, কেন্দ্রীয় ট্রেজারার কাউন্সিলার আশরাফ মিয়া, কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ্ব সুরাবুর রহমান, রিজিওনাল ট্রেজারার কাউন্সিলার ফুলজার আহমদ, সাউথ ওয়েস্ট রিজিওনাল চেয়ারপার্সন নজমুল ইসলাম, জেনারেল সেক্রেটারি এডভোকেট মীর গোলাম মস্তফা, এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ কাহেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল কুদ্দুস।
রিজিওনাল নেতৃবৃন্দ জামাল আলী জেপি, শাহাব উদ্দিন, মোহাম্মদ সালেহ, রুকনুজ্জামান, কবির উদ্দিন, মসুদ চৌধুরী, সৈয়দ আনোয়ার হোসেন, আব্দুল বাসিত প্রমুখও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নর্থ রিজিওনাল ২০২৫-২০২৭ মেয়াদের জন্য ৩৫ সদস্যের কার্যকরী কমিটি ও ১৫ সদস্যের উপদেষ্টা পরিষদের তালিকা প্রকাশ করা হয়।
কাউন্সিলার আশরাফ মিয়া চেয়ারপার্সন, এনামুল হক জেনারেল সেক্রেটারি এবং কাউন্সিলার ফুলজার আহমদ ট্রেজারার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
উপদেষ্টা পরিষদে রয়েছেন আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী, হাজি কবির উদ্দিন, হাজি জিতু মিয়া, শেখ মোহাম্মদ মানিক মিয়া, শাহাব উদ্দিন, আলহাজ্ব মানিক মিয়া, হামজা আলী, মুনসেফ আলী জিলু, রাফিক আলী, কাউন্সিলার কামাল হোসেন, লালু মিয়া, মোহাম্মদ ওয়াদুদুর রহমান মাখন ও ইসমাইল আলী মিরাস।
প্রধান অতিথি প্যাট্রন ড. হাসনাত এম. হোসাইন এমবিই বলেন, “নতুন কমিটি প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা, কমিউনিটির ঐক্য জোরদার করা ও সমাজসেবায় অগ্রণী ভূমিকা রাখবে।”
কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর বলেন, “প্রবাসীদের বাংলাদেশে ও বিমানবন্দরে হয়রানি বন্ধ করতে হবে। পাশাপাশি নো-ভিসা ফি ও বিমান ভাড়া কমানো এবং সিলেট-ঢাকা ৬-লেন মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”
নতুন চেয়ারম্যান কাউন্সিলার আশরাফ মিয়া সংগঠনকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন এবং স্থানীয় কমিউনিটির উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।



