মালয়েশিয়ায় নবনিযুক্ত হাইকমিশনারের পরিচয়পত্র হস্তান্তর
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৫, ৯:১৫:৩৮ অপরাহ্ন
আহমাদুল কবির, মালয়েশিয়া: মালয়েশিয়ায় নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান প্রোটোকল কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি তাঁর পরিচয়পত্রের অনুলিপি হস্তান্তর করেন।
সাক্ষাতে প্রধান প্রোটোকল কর্মকর্তা নবনিযুক্ত হাইকমিশনারকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং দায়িত্ব পালনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। উভয়পক্ষ এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
পরে হাইকমিশনার উইসমা পুত্রায় অবস্থিত দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের আন্ডারসেক্রেটারির সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে দুই দেশের মধ্যে বিদ্যমান বিভিন্ন সমঝোতা স্মারক বাস্তবায়নের মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
শুক্রবার (১৭ অক্টোবর), মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানিয়েছে।
সাক্ষাতের সময় হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন উপহাইকমিশনার মোছা. শাহানারা মোনিকা, কাউন্সেলর (রাজনৈতিক) ও চ্যান্সারি প্রধান প্রণব কুমার ভট্টাচার্য এবং থার্ড সেক্রেটারি (রাজনৈতিক) মোহাম্মদ তানজিম হোসেন।




