সিলেট রত্ন ফাউন্ডেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৫, ৩:৫৩:২৩ অপরাহ্ন
সিলেট বিভাগের গুণীজনদের সামাজিক সংগঠন সিলেট রত্ন ফাউন্ডেশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৫-২০২৭ মেয়াদে ২৩ সদস্য বিশিষ্ট এই কমিটিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর চেয়ারপার্সন মনসুর আহমদ চৌধুরী চেয়ারম্যান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সালমা মাসুদ চৌধুরী সিনিয়র ভাইস-চেয়ারম্যান এবং সিটিজেন রিসার্স কমিউনিকেশনস্-এর চেয়ারম্যান ও সাংবাদিক টি. এইচ. এম. জাহাঙ্গীর মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন।
১৭ অক্টোবর, শুক্রবার বিকেলে দেশের রাজধানীর গুলশান নর্থ ক্লাবে সিলেট রত্ন ফাউন্ডেশনের সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান ইশতিয়ার আহমদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সি. এম. শফি সামী।
কমিটির অন্যান্য পদে মনোনীত হয়েছেন— বেসিক ব্যাংকের চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান, নিকেতন সোসাইটির সভাপতি প্রকৌশলী হাবিব আহসান, ভাইস-চেয়ারম্যান; সায়হাম গ্রুপের পরিচালক সৈয়দ এ. এফ. এম. শাহজাহান, ভাইস-চেয়ারম্যান; সামাদ-ফওজিয়া ফাউন্ডেশনের চেয়ারপারসন সাবরিনা সামাদ, ভাইস-চেয়ারম্যান; ট্রাস্ট ব্যাংকের মিলেনিয়াম শাখার চীপ ম্যানেজার ইউসুফ ইয়াজদানী চৌধুরী, যুগ্ম মহাসচিব; এনআরবি ব্যাংক সিকিউরিটিজের সিইও মান্না সোম, যুগ্ম মহাসচিব; নারী উদ্যোক্তা দুরদানা হোসেন দিলিয়া, ট্রেজারার; নাবিহা এক্সপ্রেসের চেয়ারপারসন সেলিনা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাকিলা জেরিন আহমদ, শিক্ষা উন্নয়ন বিষয়ক সম্পাদক; ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষক প্রফেসর ড. জামিলা চৌধুরী, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক; ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের প্রফেসর ডা. হুসনে কমর ওসমানী, স্বাস্থ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক; বিশিষ্ট মানবাধিকার কর্মী ও ঝলক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাহিদ আহমদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক; খ্যাতিমান পরিবেশ আন্দোলন কর্মী স্থপতি তগলুক আজাদ, পরিবেশ ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং আব্দুল্লাহ আল নুরুল গণি, ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ বিষয়ক সম্পাদক।
নির্বাহী সদস্য পদে রয়েছেন, কিউবা সরকারের অনারারি কনস্যুলার জেনারেল ও বিশিষ্ট চা-কর ওবায়েদ জায়গীরদার, সাবেক স্বরাষ্ট্র সচিব সি. কিউ. কে. মুসতাক আহমদ, ট্রাস্ট ব্যাংকের সাবেক এমডি ইশতিয়াক আহমদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মো. আজিজুর রহমান, সাবেক ব্যাংক কর্মকর্তা এহসান কে. সোয়েব এবং প্রফেসর আবু জাহিদ মোহাম্মদ।
উল্লেখ্য, সিলেট রত্ন ফাউন্ডেশন ইতোমধ্যেই তার কার্যক্রমের ২০ বছর পূর্ণ করেছে। ২০০৫ সালের ১ সেপ্টেম্বর ঢাকায় প্রতিষ্ঠিত এই সংগঠনটি সমাজসেবামূলক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।—বিজ্ঞপ্তি


