মৌলভীবাজারে মহাসড়ক সংস্কার ও উন্নয়ন বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন ও লন্ডনে সমাবেশ অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৫, ৮:০২:০২ অপরাহ্ন
সাজেল আহমেদ, লন্ডনে: মৌলভীবাজার জেলার সড়ক অবকাঠামোর উন্নয়ন, ঢাকা-সিলেট মহাসড়ক চারলেনে উন্নীতকরণ, শমসেরনগর বিমানবন্দর চালু, সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন এবং যুক্তরাজ্যের লন্ডনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১১টায় মৌলভীবাজার শহরের চৌমুহনা চত্বরে সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের আহ্বায়ক মাওলানা আহমদ বিলাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব হাফিজ মাওলানা আলাউর রহমান টিপু ও যুগ্ম সচিব এম মুহিবুর রহমান মুহিব। বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, প্রবীণ আলেম মাওলানা জামিল আনসারী, জাতীয় ইমাম সমিতির জেলা সাধারণ সম্পাদক মাওলানা হিফজুর রহমান ফুয়াদ, মকবুল হোসেন খান (শানে সাহাবা ফাউন্ডেশন), মাওলানা এনামুল হক, সমাজসেবক গোলাম মাওলা আহাদ, শহর আল ইসলাহর সভাপতি মাওলানা আব্দুল গাফফার, ছাত্রনেতা শাহ মিছবাহ ও হাফেজ আবুল হায়াত ফরহাদ প্রমুখ।
বক্তারা বলেন, সিলেট বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা মৌলভীবাজার উন্নয়নে দীর্ঘদিন ধরে অবহেলিত। জেলার অধিকাংশ সড়ক-ব্রিজ দীর্ঘদিন সংস্কারবিহীন পড়ে আছে। যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা। ফলে জনদুর্ভোগ চরমে।
এদিকে, একই দাবিতে ১৫ অক্টোবর (বুধবার) লন্ডনের এক কমিউনিটি সেন্টারে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন ওয়ার্ল্ডওয়াইড ইউকে-এর উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর। পরিচালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহ শাফি কাদির।
বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মাহবুব, প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি হারুনুর রশিদ, ইউনিটি অব মৌলভীবাজার-এর সভাপতি আব্দুর রউফ তালুকদার ও সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, ওয়েলস অঞ্চলের সভাপতি মুজিবুর রহমান ও ট্রেজারার এ বি রুনেল, এবং কচুয়া আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাস্টের যুগ্ম সম্পাদক মোহাম্মদ বদরুল হক মনসুর প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতিতে মৌলভীবাজার জেলার গুরুত্বপূর্ণ অবদান থাকা সত্ত্বেও জেলার উন্নয়ন অব্যাহতভাবে উপেক্ষিত। দীর্ঘ যানজট, সড়কের বেহাল দশা ও অবকাঠামোগত পিছিয়ে পড়া — এসবই জেলার সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তিতে ফেলছে।
বিশেষ করে ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অবস্থা, ৫ কিমি দীর্ঘ যানজট এবং ট্রেন টিকিটের সংকট নিয়ে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। তারা অবিলম্বে মহাসড়ক চারলেন প্রকল্প বাস্তবায়ন, শমসেরনগর বিমানবন্দর চালু, মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি জানান।
উভয় কর্মসূচি থেকেই সরকারের প্রতি দ্রুত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।



