ছাতক যুব সংস্থা ইউকে’র শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৫, ৯:২৮:২৩ অপরাহ্ন
ফজলুল হক, লন্ডন : ছাতক যুব সংস্থা ইউকে’র উদ্যোগে ১৪ অক্টোবর মঙ্গলবার সংগঠনের প্রয়াত সদস্যদের স্মরণে ব্রিকলেন মসজিদ হল রুমে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জয়নুল আবিদীন, সঞ্চালনা করেন নবনির্বাচিত সেক্রেটারি আব্দুল মালিক কুটি। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুফতি আবদুল ওয়াদুদ লতিফি।
স্মরণসভায় সদ্যপ্রয়াত সেক্রেটারি আব্দুল কাদির, প্রতিষ্ঠাতা সদস্য বোরহান উদ্দিন, আব্দুল হান্নান, ও আবরুছ আলী তৈমুছ-এর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ মোঃ ছানাওর আলী কয়েছ, সাবেক সভাপতি মাস্টার মোশাহিদ আলী, সাবেক সেক্রেটারি ব্যারিস্টার শাহ মিসবাউর রহমান, আখতার হোসেন, মজির উদ্দিন, কাউন্সিলর আব্দাল উল্লা, সুলতান আলী, গোলাম কিবরিয়া চুনু, মুজিবুর রহমান বাহার সহ অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে মরহুমদের সততা, নিষ্ঠা, এবং সংগঠনের কল্যাণে তাঁদের অবদানের কথা স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত কর্মকর্তাদের মধ্যে সেক্রেটারি আব্দুল মালিক কুটি, সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া চুনু, এবং শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুজিবুর রহমান মুজিব-কে অভিনন্দন জানানো হয়।
সভায় পূর্ব পরিকল্পিত হেলথ সেন্টার স্থাপনের অবকাঠামোগত কাজ দ্রুত শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
শেষে মুফতি আবদুল ওয়াদুদ লতিফি দোয়া পরিচালনা করেন। সভার সভাপতি জয়নুল আবিদীন ছাতক প্রবাসীদের সংগঠনের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান এবং সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।



