সিলেট: এইচএসসিতে অর্ধেক প্রায় ফেল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৫, ২:২৯:১৯ অপরাহ্ন
সিলেট অফিস: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দেশের সব সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে একসঙ্গে ফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট এর চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী ফল প্রকাশ করেন।
ফলাফলে দেখা গেছে সিলেট শিক্ষাবোর্ডে পাশের হার ৫১ দশমিক ৮৬। অর্থাৎ প্রায় অর্ধেক শিক্ষার্থী ফেল করেছে। পাশ করা শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬০২ জন।
এবার সিলেটে মোট পরীক্ষার্থী ছিলো ৬৯ হাজার ৯৪৪ জন। যার মধ্যে ৬৯ হাজার ১৭২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৫ হাজার ৮৭১ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৫১.৮৬।

আরও পড়ুন—
এইচএসসিতে এবার যে তিন বিষয়ে ফেল বেশি
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার বোর্ডের ৫১ দশমিক ৮৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, যেখানে গত বছর পাসের হার ছিল ৮৫ দশমিক ৩৯ শতাংশ। অর্থাৎ চলতি বছর পাসের হার কমেছে প্রায় ৩৩ দশমিক ৫৩ শতাংশ।
গত বছর সিলেট বোর্ড থেকে ৬ হাজার ৬৯৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। এবারের ফলাফলে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ১ হাজার ৬০২ জন। যা গতবারের তুলনায় ৫ হাজার ৯৫ কম।




