হুসনে আরা বেগমের ইন্তেকালে রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্টের শোক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৫, ১:৫২:৪৩ অপরাহ্ন
সিলেটের বিশিষ্ট সমাজসেবী ও ধর্মপ্রাণ মহিলা হুসনে আরা বেগম (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি যুক্তরাজ্যে মিডিয়া ব্যক্তিত্ব মিসবাহ জামালের মা।
গত শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) সিলেটের কুয়ারপার বায়তুল বাগস্থো এলাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক পুত্র, কন্যা, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
হুসনে আরা বেগম আজীবন জ্ঞান, ধার্মিকতা এবং পারিবারিক মূল্যবোধের প্রতি তাঁর গভীর নিষ্ঠার জন্য পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।
কুয়ারপার জামে মসজিদে তাঁর প্রথম জানাজা এবং আসরের নামাজের পর বাগা মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট (ইউকে)-এর সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিন, সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী, কোষাধ্যক্ষ এনামুল হক এনাম এবং ট্রাস্টের সমগ্র পরিচালনা কমিটি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
মিসবাহ জামাল তাঁর মায়ের রূহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, “আল্লাহ যেন আমার মাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দেন।”—বিজ্ঞপ্তি



