লুটনে ইউকে বিসিসিআই ইস্ট অব ইংল্যান্ড রিজিয়নের নতুন কমিটি উদ্বোধন ও বিজনেস নেটওয়ার্কিং ইভেন্ট
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৫, ২:২২:৫৮ অপরাহ্ন
ফজলুল হক, লন্ডন: লুটনের ক্রিসেন্ট হলে সোমবার সন্ধ্যায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্য বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (UKBCCI) ইস্ট অব ইংল্যান্ড রিজিয়নের নতুন কমিটি উদ্বোধন ও বিজনেস নেটওয়ার্কিং ইভেন্ট।
দেড় শতাধিক উদ্যোক্তা, কমিউনিটি নেতা ও বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় ব্যবসায়ীদের এক প্রাণবন্ত মিলনমেলায়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউকে বিসিসিআই সেন্ট্রাল লিগাল অ্যাফেয়ার্স ডিরেক্টর ব্যারিস্টার আনোয়ার মিয়া, শাহিন উদ্দিন এবং শাহরিয়ার আহমেদ।
অনুষ্ঠানে সিদ্দিকুর রহমান জয়নালকে প্রেসিডেন্ট, ফিরুজুল হককে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, শাহরিয়ার আহমেদকে ভাইস প্রেসিডেন্ট, শাহিন উদ্দিনকে জেনারেল সেক্রেটারি এবং হুমায়ুন রশিদকে ট্রেজারার করে ইস্ট অব ইংল্যান্ড রিজিয়নের নতুন কমিটি গঠন করা হয়।
সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে অতিথিদের আগমন ও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। ভিডিও বার্তার মাধ্যমে অতিথিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান ইউকে বিসিসিআই চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই। তিনি নতুন রিজিয়ন কমিটির সফলতা কামনা করেন।
স্বাগত বক্তব্য দেন ইস্ট অব ইংল্যান্ড রিজিয়ন প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান জয়নাল।
এ সময় ইউকে বিসিসিআই প্রেসিডেন্ট এম.জি. মওলা মিয়া এমবিইকে নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জামাল উদ্দিন মকদ্দুস, ফয়সল আহমেদ ও সিদ্দিকুর রহমান জয়নাল। একইসঙ্গে সিআইপি নির্বাচিত হওয়ার জন্য শেফ অনলাইনের সিইও মুনিম সালিককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সেলর তানভীর মোহাম্মদ আজিম, নাজিয়া খানম ওবিই, S&Co Accountancy’র ম্যানেজিং ডিরেক্টর সালিম আহমেদ, ফাইন্যান্স ও প্রপার্টি বিশেষজ্ঞ জ্যাগ হির এবং লুটনের ডেপুটি মেয়র শাহানারা নাসের।
এ সময় কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। বক্তৃতা করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল খালিক জামাল, মিডল্যান্ড রিজিয়ন প্রেসিডেন্ট ইমাম উদ্দিন এবং লন্ডন রিজিয়ন কনভেনর কামরু আলী। এছাড়া কেন্দ্রের ফাইনান্স ডিরেক্টর ড. যশ, মেম্বারশিপ ডিরেক্টর সাইফুল আলম ও ডিরেক্টর করিম মিয়া শামীমও উপস্থিত ছিলেন।
এরপর পরিবেশিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিনার, যেখানে অতিথিরা উপভোগ করেন সুর, খাবার ও সৌহার্দ্যের মুহূর্ত।
অনুষ্ঠানের সমাপনীতে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রেস ও পাবলিসিটি সেক্রেটারি এবং ক্রিসেন্ট হলের পরিচালক আজাদ আলী।



