লন্ডনে ছাতকের ঝিগলী প্রবাসীদের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্স পুনরায় চালুর উদ্যোগ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৫, ১:৫৬:৪৫ অপরাহ্ন
ফজলুল হক, লন্ডন: সোমবার পূর্ব লন্ডনের জনপ্রিয় তাড়া তাড়ি রেস্টুরেন্টে সুনামগঞ্জ জেলার ছাতক থানার ঝিগলী গ্রামের প্রবাসীদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় হাজি আবুল খায়ের স্বাস্থ্য কমপ্লেক্স পুনর্গঠন ও পুনরায় চালু করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন নুরুজ্জামান এবং সঞ্চালনা করেন সাব্বির আহমেদ। উপস্থিত প্রবাসী সদস্যরা এলাকার জনকল্যাণে এই স্বাস্থ্য কমপ্লেক্স পুনরায় চালুর প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোয়াব আলী, তাহেরুল ইসলাম, আঙ্গুর মিয়া, ফারুক আহমেদ, নাজরুল ইসলাম, শাব্বির আহমেদ, নুরুজামান জামাল, গিয়াস উদ্দিন, আসাদ আহমেদ, আতিক শেখ, আনোয়ার হুসেন, আলী বাবলু, জুবায়ের আহমেদ, আবদুস সালাম, দবীর আহমেদ, আবু সাদেক, ফয়জুর রহমান, সালিক মিয়া, মিজানুর রহমান, ফখর উদ্দিন, শামসুল হক, মুহিবুর রহমান, জেবুল মিয়া, সায়দুজ্জামান, আবু আহমেদ, রহমান, কোয়েস, সাইদুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সটি পুনরায় চালু হলে এলাকার অসহায় ও দরিদ্র মানুষ চিকিৎসা সেবা পাবে। মানবসেবার এই উদ্যোগে প্রবাসীরা আজীবন সওয়াবের অংশীদার হবেন বলেও তারা মত প্রকাশ করেন।



