জামায়াতের প্রভাব ইসির নির্বাচনী পরিকল্পনায়: বিএনপি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৫, ১:১৭:২৬ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: প্রশাসন ও নির্বাচন কমিশনের (ইসি) একাংশের কর্মকর্তারা জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
তাদের আশঙ্কা, এই কর্মকর্তারা জাতীয় নির্বাচনকে জামায়াতের পক্ষে প্রভাবিত করার চেষ্টা করতে পারেন।
এরই পরিপ্রেক্ষিতে বিএনপি নির্বাচনের আগে তাদের উদ্বেগ উত্থাপন ও ‘জরুরি সংশোধনমূলক ব্যবস্থা’ চাইতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে পৃথকভাবে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য একটি গণমাধ্যমকে বলেন, ‘বিএনপির একটি প্রতিনিধিদল শিগগির এসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও সিইসির সঙ্গে দেখা করবে।’
সোমবার রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত বেশ কয়েকজন সদস্য দ্য ডেইলি স্টারকে জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি এই সভায় যোগ দিয়েছিলেন।
একজন স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘যদি জামায়াত-সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্বাচনী দায়িত্ব পালন করেন, তাহলে ভোট কারচুপি বা নির্বাচনী প্রক্রিয়া প্রভাবিত করার চেষ্টা করতে পারেন।’
দলীয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান শিগগির নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবেন।
বিএনপি নেতারা বলেছেন, তারা আনুষ্ঠানিকভাবে বৈঠকের জন্য সময় চাইবেন এবং দলীয় কর্মকর্তাদের সম্পর্কে সুনির্দিষ্ট অভিযোগ জমা দেবেন।
তাদের ভাষ্য, আওয়ামী লীগ বিগত নির্বাচনগুলোতে রাজনীতিবিদদের মাধ্যমে ভোট কারচুপি করেনি, করেছে ‘নির্বাচনী দায়িত্ব পালনকারী সরকারি কর্মকর্তাদের’ ব্যবহার করে। একই কৌশলের পুনরাবৃত্তির আশঙ্কা করছে বিএনপি।

আরও পড়ুন—
টিআইবির প্রশ্ন→ অভিযুক্ত সেনা কর্মকর্তাদের জন্য বিশেষ ব্যবস্থা কেন?
বিএনপি নেতারা বলেছেন, প্রশাসনে পরিবর্তন ও নিয়োগের ক্ষেত্রে কয়েকজন উপদেষ্টা পক্ষপাতমূলক অবস্থান দেখিয়েছেন এবং একটি ‘নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী’কে সমর্থন করেছেন।
তারা অভিযোগ করেন, নির্বাচনী কর্মকর্তাদের তালিকা প্রস্তুত করার সময় ‘একটি দলের’ সঙ্গে যুক্ত ব্যক্তিদের তালিকা তৈরি করা হচ্ছে এবং তাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।
জুলাই সনদ
বিএনপি আবারও জানিয়েছে, তারা জুলাই সনদে সই করতে প্রস্তুত। ১৭ অক্টোবর জুলাই সনদ সই অনুষ্ঠানে ১০০ জনেরও বেশি নেতার একটি প্রতিনিধি দল যোগ দেবেন, যেখানে দলের পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সনদে সই করবেন।
গণভোটের বিষয়েও বিএনপির অবস্থান অপরিবর্তিত রয়েছে। তারা চায়, গণভোট হলে জাতীয় নির্বাচনের দিনেই হতে হবে এবং তারা আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন মেনে নেবে না।
বৈঠকে নির্বাচনের জন্য সাংগঠনিক প্রস্তুতিও পর্যালোচনা করা হয়েছে। সেখানে নেতারা মাঠপর্যায়ের প্রচারণায় দুর্বলতা মেনে নিয়েছেন এবং দলের মিডিয়া ও জনসংযোগ সেলগুলোকে শক্তিশালী করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।
তারা বিএনপিকে লক্ষ্য করে অনলাইনে ব্যাপক প্রচারণা ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার মাধ্যমে এসব বিষয় মোকাবিলার কৌশল নিয়েও আলোচনা করেন।




