সিলেট: শাবির ২৫ শিক্ষার্থী বহিস্কারদেশে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৫, ৩:০১:২৪ অপরাহ্ন
সংবাদদাতা: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র্যাগিংয়ের অভিযোগে ২৫ শিক্ষার্থী বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে ক্যাম্পাসের গোলচত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় শিক্ষার্থীরা বলেন, গত বছর ঘটে যাওয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের কয়েকজনকে বহিষ্কার করা হয়, যা অনেক আগের মীমাংসিত বিষয়।
সিনিয়র-জুনিয়র সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর হঠাৎ এক বছর পর প্রশাসনের এ সিদ্ধান্ত দুঃখজনক হিসেবে উল্লেখ করেন তারা।
শিক্ষার্থীরা আরও বলেন, জুনিয়রদের সঙ্গে বিষয়টি মীমাংসা করে প্রক্টর কার্যালয়ে তারা জানিয়েছেন।
এরপরও অন্যায়ভাবে তাদের বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কারাদেশ মানেন না এবং দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান শিক্ষার্থীরা। অন্যথায় কঠোর আন্দোলনে হুশিয়ারি দেন তারা।




