দল হিসেবে আ.লীগের বিচারে আনুষ্ঠানিক তদন্ত শুরু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২৫, ১২:১৫:০১ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা মানবতাবিরোধী অপরাধের অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। এই তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল।
এর মাত্র দুই দিন আগে, গত রোববার, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন যে, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু হতে যাচ্ছে। তিনি শিগগিরই আনুষ্ঠানিক তদন্ত শুরুর ইঙ্গিত দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আজ এই তদন্ত কর্মকর্তা নিয়োগের মাধ্যমে বিচার প্রক্রিয়া এক নতুন ধাপে প্রবেশ করল।

আরও পড়ুন—
বিএনপির রাজনীতিতে জোবাইদা-জাইমা আসা প্রসঙ্গে যা বললেন তারেক রহমান
নিয়োগপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা এখন জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক ভূমিকা খতিয়ে দেখবেন। তিনি এ সংক্রান্ত তথ্য-প্রমাণ সংগ্রহ, সাক্ষী শনাক্তকরণ এবং তাদের জবানবন্দি রেকর্ড করবেন। তদন্ত শেষে তিনি ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবেন।
যদি তদন্তে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তবে প্রসিকিউশন ট্রাইব্যুনালে দলটির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে পারবে। এর ফলে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি অন্যতম প্রধান রাজনৈতিক দলকে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি হতে হতে পারে।




