গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র নর্থ রিজিওন কমিটি গঠনের লক্ষ্যে ব্রাডফোর্ডে সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৫, ৭:৪৩:১৯ অপরাহ্ন
নুরুল ইসলাম, ব্রাডফোর্ড থেকে: গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র নর্থ রিজিওন কমিটি গঠনের লক্ষ্যে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে গত ২ অক্টোবর বৃহস্পতিবার রাত ১২টায় ব্রাডফোর্ডের একটি স্থানীয় রেস্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রবীণ মুরব্বি হাজী কবির উদ্দিন। পরিচালনা করেন কেন্দ্রীয় ট্রেজারার এম. আসরাফ মিয়া ও যুবসংগঠক এনামুল হক। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুল মন্নান।
টেলিকনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর, কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর। তিনি নর্থ রিজিওনের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে সংগঠনের অগ্রযাত্রায় সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা হাজী ফয়জুর রহমান চৌধুরী, সাবেক মেয়র কাউন্সিলর ফুলজার আহমদ, শেখ মোহাম্মদ মানিক মিয়া, হাজী জিতু মিয়া, হাজী রুকনুজ্জামান, আনোয়ার হুসেন, কবির উদ্দিন, লয়লু মিয়া, আব্দুল খালিক, আব্দুল মালিক লুৎফুর, এনামুল হক, রুহেল মিয়া, সাহীন আহমদ, মনির পারভেজ, পংকি মিয়া, আব্দুল কুদ্দুস, আশক আলী, সুন্দর আলী, আজাদ আলী, আলেক্স মিয়া, হেলাল মিয়া, এমদাদুল হক, সিরাজ মিয়া, নজমুল ইসলাম, সিরাজুল ইসলাম, গিয়াস উদ্দিন ও মুসা আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় এই মর্মে যে আগামী ১৪ অক্টোবর ব্রাডফোর্ডের একটি কমিউনিটি সেন্টারে নর্থ রিজিওনাল নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠান সফল করতে সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
সভায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর, বিমানের ভাড়া কমানো এবং যুক্তরাজ্য থেকে অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা করা হয়।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় ফাউন্ডার্স কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুরসহ নেতৃবৃন্দ বলেন, “সিলেটের প্রবাসীরা দীর্ঘদিন ধরে ওসমানী বিমানবন্দরের উন্নয়ন ও যাত্রীসেবা বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। এখনই সময় এই দাবিগুলো বাস্তবায়নের।”



