ঢাকায় ভুয়া এনএসআই কর্মকর্তা গ্রেপ্তার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৫, ১২:১৯:৪০ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক; দেশের রাজধানী ঢাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভুয়া ডেপুটি পরিচালক (ডিডি) পরিচয় দেওয়া মো. জাহিদ নামের এক যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে খেলনা পিস্তল, ওয়াকিটকি ও মোবাইলসহ বিভিন্ন আইডি কার্ড জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় রায়েরবাজার এলাকার ফুটপাত থেকে কারা চাঁদা আদায় করে এমন তথ্য সংগ্রহ করতে যান জাহিদ। এ সময় সেখানকার বাসিন্দাদেরকে তিনি এনএসআইয়ের কর্মকর্তা বলে পরিচয় দেন। স্থানীয়দের সন্দেহ হলে তারা বিষয়টি জরুরি সেবা নাম্বার ৯৯৯-এ জানায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে জাহিদকে আটক করে পুলিশ।
এসি আব্দুল্লাহ আল মামুন জানান, এসময় জাহিদ নিজেকে এনএসআই কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে নানা ধরনের কথা বলেন। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে প্রতারণার বিষয়টি প্রকাশ পায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।




