শাহ মুনিমের আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৬:৩৭ অপরাহ্ন
ফজলুল হক, লন্ডন প্রতিনিধি : হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) ইউকে শাখার ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট কমিউনিটি সংগঠক শাহ মুনিম সাম্প্রতিক এক সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার আশু সুস্থতা কামনায় সম্প্রতি পূর্ব লন্ডনে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার, সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট ও সাংবাদিক মোঃ রহমত আলী এবং সঞ্চালনায় ছিলেন জেনারেল সেক্রেটারি ও সাবেক স্পিকার কাউন্সিলর আয়াছ মিয়া।
সভায় আরও বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট আব্দুল মুকিত চুনু এমবিই, জয়েন্ট সেক্রেটারি আবুল হোসেন, মিসবাহ জামাল, বর্ণবাদ বিরোধী নেতা আব্দুল মুকিদ, কমিউনিটি নেতা নেছার আলী লিলু, আহবাব হোসেন, ফারুক মিয়া, হাজি আবুল বাশার, ইয়াওর আলী রুনু এবং সাংবাদিক ফজলুল হক।
সভা শেষে ব্রিকলেন জামে মসজিদে খতিব মাওলানা নজরুল ইসলাম ও হাফিজ মতিউল হকের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিপুল সংখ্যক মুসল্লি ও কমিউনিটি সদস্য উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শাহ মুনিমের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি দুর্ঘটনার তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে ব্রিকলেন এলাকায় যান চলাচলের শৃঙ্খলা নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
এদিকে, এইচআরপিবির কেন্দ্রীয় সভাপতি ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ এক বিবৃতিতে শাহ মুনিমের প্রতি গভীর উদ্বেগ ও সহমর্মিতা প্রকাশ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, শাহ মুনিম ইস্ট লন্ডনের ব্রিকলেন এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান অলিম্পিয়া প্রপার্টিজ এর সামনে এক দ্রুতগতির পাওয়ার বাইকের ধাক্কায় গুরুতর আহত হন। তার বাঁ পায়ে দুটি স্থানে ভেঙে যায় এবং তাকে তাৎক্ষণিকভাবে রয়েল লন্ডন হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন, তবে সম্পূর্ণ সুস্থ হতে দীর্ঘ সময় লাগতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।



