হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: অধ্যাপক ইসমাইল পাটোয়ারী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৫:৪৬ অপরাহ্ন

বিশ্ব হার্ট দিবস ২০২৫ উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ ইসমাইল পাটোয়ারী।
সিলেট অফিস: হৃদরোগ থেকে বাঁচতে হলে সচেতনতা ও স্বাস্থ্যসম্মত জীবনযাপন অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ ইসমাইল পাটোয়ারী।
তিনি বলেন, দেশের মানুষের জীবনযাত্রার ধরণই হৃদরোগের অন্যতম ঝুঁকিপূর্ণ কারণ। তাই সবসময় চিন্তামুক্ত থাকা, নিয়মিত কায়িক পরিশ্রম করা—যেমন প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা—হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে হৃদবান্ধব খাদ্যাভ্যাস গড়ে তোলা, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ ও নিয়ন্ত্রিত জীবনযাপন ছাড়া উপায় নেই। কেবল ওষুধ নয়, খাদ্যাভ্যাসই পারে হৃদরোগ থেকে মুক্ত রাখতে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট আয়োজিত বিশ্ব হার্ট দিবসের আলোচনা সভা ও গণমুখী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ইসমাইল পাটোয়ারী আরও বলেন, “হৃদরোগ চিকিৎসায় বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে। দেশে বর্তমানে উন্নতমানের চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি চিকিৎসকদের শুধু সেবা প্রদান নয়, জনগণকে রোগের কারণ ও প্রতিরোধ সম্পর্কে সচেতন করতেও উদ্যোগী হতে হবে।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. মোঃ আমিনুর রহমান লস্কর। ফাউন্ডেশনের পাবলিসিটি সেক্রেটারী আবু তালেব মুরাদের পরিচালনায় এতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুল বাছির।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রকৌশলী শোয়েব আহমেদ মতিন।
গণমুখী সেমিনারে ইস্কেমিক হার্ট ডিজিজ নিয়ে বক্তব্য রাখেন সিনিয়র কনসালটেন্ট ডা. ফারজানা তাজিন, উচ্চ রক্তচাপ নিয়ে বক্তব্য রাখেন সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. দেব দুলাল দে পরাগ এবং হার্ট ফেইলিউর বিষয়ে বক্তব্য রাখেন সিনিয়র মেডিকেল অফিসার ডা. মাহির মোহতাসিমা খানম।
বিশ্ব হার্ট দিবস ২০২৫ এর প্রতিপাদ্য “প্রতিটি হৃদস্পন্দনই জীবন”—এর গুরুত্ব তুলে ধরেন সহ-সভাপতি অধ্যাপক ডা. সুধাংশু রঞ্জন দে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফ্রেন্ডস অফ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে কমিটির প্রেসিডেন্ট আহমেদ উস-সামাদ চৌধুরী জেপি। তিনি ইউকে কমিটি ও প্রবাসীদের পক্ষ থেকে হাসপাতালের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফার্মা সলিউশনের ম্যানেজার (প্রোডাক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট) রাজীব বড়ুয়া। উপস্থিত ছিলেন সহ-সভাপতি জামিল আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুল মালিক জাকা, আন্তর্জাতিক সম্পর্ক সম্পাদক এস আই আজাদ আলী, হাসপাতালের উপ-পরিচালক ডা. মোঃ আব্দুল মুনিম চৌধুরী এবং সহকারী পরিচালক ডা. আলা উদ্দিন আহমেদ।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. আমিনুর রহমান লস্কর বলেন, “একসময় হৃদরোগকে কেবল বয়স্কদের রোগ বলা হতো। কিন্তু এখন প্রায় সব বয়সী মানুষই ঝুঁকিতে রয়েছেন। অধিকাংশ ক্ষেত্রেই অসাবধানতাই হৃদরোগের প্রধান কারণ।”
এদিন সকালে র্যালি শেষে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে সুবিধাবঞ্চিত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। পাশাপাশি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয় বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রমের সহায়তায়। ফার্মা সলিউশন, অপসোনিন ফার্মাসিউটিক্যালস এবং রেনেটা পিএলসি দিনব্যাপী অনুষ্ঠানে সহযোগিতা করে।



